মহামারীর কালে পাল্টে গেছে বিনোদন। এখন আর ছবি দেখতে বড় একটা প্রেক্ষাগৃহে ভিড় করেন না সিনেপ্রেমীরা। বরং ওটিটি প্ল্যাটফর্মে নিজের মতো করেই ছবি দেখতে পছন্দ করেন সকলে। পাল্টে যাওয়া বিনোদনের সঙ্গে ধীরে ধীরে নিজেকে বদলাচ্ছেন পরিচালক সুজিত সরকার। সদ্যই ওটিটি-তে রিলিজ করেছে সুজিতের ‘সর্দার উধম’, ওটিটি মুক্তি সত্ত্বেও রীতিমতো দর্শকের মন কেড়েছে ছবিটি। ভারত থেকে অস্কারের জন্য মনোনীতও হয়েছিল ‘সর্দার উধম’।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল সুজিতের ‘অক্টোবর’। বলিউডি ছবির ঘরাণায় ‘অক্টোবর’ ছিল অন্যরকম ছবি। সেই সময়ে ওটিটি প্ল্যাটফর্মের এতটা জনপ্রিয়তা ছিল না। বড় পর্দাতেই মুক্তি পেয়েছেন বরুণ ধাওয়ান অভিনীত ‘অক্টোবর’। ছবি সেভাবে জনপ্রিয়তা পায়নি। যদিও বেশ কিছু দর্শক পছন্দ করেছিলেন সুজিতের ছবি । যদিও সংখ্যাটা নেহাতই নগণ্য।
সম্প্রতি ওটিটি-তেও রিলিজ করেছে ‘অক্টোবর’। ওটিটি রিলিজের পর পরই বহু মানুষ ‘অক্টোবর’ দেখেছেন। ছবি দেখে সুজিতকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন তাঁরা। ছবি ভাল লেগেছে তাঁদের। দীর্ঘ দিন আগেই বড়পর্দায় ‘অক্টোবর’ মুক্তি পেলেও রিভিউ দেখার পর কেউই ছবি দেখতে প্রেক্ষাগৃহে যাননি, না যাওয়াটা যে তাঁদের একেবারেই উচিত হয়নি তাও স্বীকার করে নিয়েছেন দর্শকরা।
সুজিত নিজেও জানতেন এক শ্রেণির দর্শকেরই পছন্দ হবে ‘অক্টোবর’। এই ছবি যে সবার দেখার জন্য তিনি তৈরি করেননি প্রযোজকদের তা আগে জানিয়েও দিয়েছিলেন সুজিত। এতোদিন পর তাঁর ‘অক্টোবর’ দর্শকের প্রশংসা পাওয়ায় খুশি সুজিত সরকার। ওটিটি-র জন্যই এমনটা হল বলে মনে করেন সুজিত সরকার।
সুজিতের মতে ওটিটি প্ল্যাটফর্ম আর প্রেক্ষাগৃহের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। প্রেক্ষাগৃহে দর্শক যান, ছবি দেখেন, চলে আসেন। ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখার সুযোগ রয়েছে, ওটিটি-র জন্য আলাদা যত্ন নিয়ে ছবি তৈরিও করেন পরিচালকরা। পাল্টে যাওয়া বিনোদনে ওটিটি প্ল্যাটফর্ম দর্শক আর পরিচালক দুজনের কাছেই শিক্ষাণীয় বলে মনে করেন সুজিত সরকার।