কলকাতা: বৃহস্পতিবার মুম্বইয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন । তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে চক্রবর্তী পরিবারের। ৯৫ বছর বয়সে সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ।
বিগত কয়েকবছর ধরেই ছেলের সাথে মুম্বইয়ের বাড়িতে থাকতেন শান্তিরানি দেবী। আগে পরিবারের সঙ্গে কলকাতার জোড়াবাগানের বাড়িতে থাকতেন তিনি। তাঁর চলে যাওয়ার পর থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্বয়ং ‘মহাগুরু’-র থেকে। বরাবরই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন অভিনেতা। তবে এই খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই। তালিকায় রয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে তারকারা। এদিন শান্তিরানি দেবীর স্মৃতিচারণা করে ফেসবুক একটি লম্বা পোস্ট লিখেছেন অভিনেতা-গায়ক শিলাজিৎ। তিনি জানিয়েছেন, “ছোটোবেলায় মাত্র ২ জনকে আমি খুব ভয় পেতাম। একজন আমার সেজোমাসি আর একজন মিঠুন চক্রবর্তীর মা। ওনার চোখের দিকে তাকালেই কেমন একটা অনুভূতি হত। মা তো বদমায়েশি করলেই ভয় দেখাতেন, ‘শান্তি দিদা কে বলে দেব’ এটা বলে। ওঁনার চোখে এক সম্মোহনী দৃষ্টি ছিল। খুব কষ্টে মানুষ করেছিলেন তার তিন মেয়ে আর এক ছেলেকে। আর ছেলে বিখ্যাত হয়ে যাওয়ার পর তিনি শান্তি দিদা বদলাননি। আমার ছোটোবেলার ভাল লাগার চরিত্র দের মধ্যে উনি ছিলেন একজন।”
এদিন সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর মায়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন শিলাজিৎ। শিলাজিৎ এদিন আরো লেখেন, “উনি মাথায় হাত দিলেই একটা অদ্ভুত শান্তি পেতাম। শান্তি দিদা চলে যাওয়ার খবরে আমার মায়ের মন যথারীতি ভালো নেই। স্মৃতির পাতা ঘেঁটে মা এই পুরনো ছবিটি পাঠালেন আমাকে। মনটা খারাপ হয়ে গেল আমারও। এমন স্নেহময়ী মানুষ আমি খুব কম দেখেছি।”