প্রাপ্ত বয়স্কদের ছবি তৈরির অপরাধে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। রাজের বিরুদ্ধে গত এপ্রিল মাসে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার শার্লিনকে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
প্রায় গোটা দিন ধরেই জিজ্ঞাসাবাদ করা হয় শার্লিনকে। প্রশ্নোত্তর পর্বে তদন্তকারী অফিসারদের সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছেন শার্লিন।
তিনি রাজ কুন্দ্রার বেআইনি ব্যবসার সঙ্গে কতটা জড়িত? তাঁর সঙ্গে আদৌ রাজের সংস্থার কোনও এগ্রিমেন্ট হয়েছিল কিনা? হটশট অ্যাপে শার্লিন কতগুলো ভিডিও শ্যুট করেছেন?- সব প্রশ্নেরই উত্তর দেন অভিনেত্রী। রাজ কুন্দ্রার সঙ্গে তাঁর কেমন সম্পর্ক তাও জানতে চাওয়া হয় শার্লিনের কাছে। বেআইনি সংস্থাটির মালিক রাজ কুন্দ্রাই কিনা তাও জানতে চাওয়া হয় তাঁর কাছে।
আরও পড়ুন : টাইগারের দেশপ্রেম
তদন্তকারী অফিসারদের শার্লিন বলেন, তাঁদের আরও কিছু জানার থাকলে তিনি তাও জানাবেন। কারণ কিছু না জেনে বুঝে কোনও দুষ্ট চক্রের সঙ্গে আর কোনও মহিলা যেন জড়িয়ে না পড়েন সেটা দেখা শার্লিনের কর্তব্য।
এদিকে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর রাজ ও শিল্পার হয়ে সওয়াল করেছিলেন রাখী সাওয়ান্ত। রাখীর সওয়ালের বিরোধীতা করে শার্লিন বলছেন, শিল্পা- রাজের জয়জয়কার করার আগে আসল সত্যটা জানা দরকার। মিথ্যেপ্রশস্তি শেষ পর্যন্ত কোনও কাজে আসে না।
ইতিমধ্যেই মহারাষ্ট্র সাইবার সেলের কাছে রাজ কুন্দ্রার বেআইনি ব্যবসার সঙ্গে তিনি আদৌ কতটা জড়িত সেই সংক্রান্ত তদন্তের জন্য নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট, ব্যবসায়িক ডিলের কপি সহ যাবতীয় নথী জমা করেছেন শার্লিন চোপড়া।