কলকাতা: কলকাতায় এলেন শেহনাজ গিল (Shehnaaz Gill Arrived Kolkata)। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন নায়িকা। তবে তিনি একা নন। গিপ্পি গ্রেওয়ালকেও কলকাতা বিমান বন্দরে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ কেন শহরে আগমন?শোনা গিয়েছে এবার এসভিএফ -এর প্রযোজনায় ছবি করতে চলেছেন তাঁরা। শেহনাজের (Shehnaaz Gill) পরনে বেবি পিঙ্ক রঙের টপ, হালকা ধূসর জিন্স, মাথায় টুপি ও মুখে মাস্ক পরে দেখা যায় অভিনেত্রীকে। তার পর পরই দেখা মেলে গিপ্পি গ্রেওয়ালের (Gippy Grewal)। তাঁর পরনে ছিল সবুজ রঙের টি শার্ট ও টাইজার।
কলকাতায় কেন এলেন শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল। কলকাতা বিমান বন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেম বন্দি হয়েছেন। এসভিএফ-এর প্রযোজনায় একটি পাঞ্জাবি ছবির শুটিং সারতে তিলোত্তমায় এসেছেন নায়িকা। ছবির নাম ‘সিং ভার্সেস কৌর’। এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন নবনীত সিং। এই ছবির হাত ধরেই ফের গিল্পি গ্রেওয়ালের সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ গিল। মঙ্গলবার থেকেই কলকাতায় শুরু শুটিং। জানা গিয়েছে, এই ছবিতে শেহনাজ গিলকে বাংলাতেও কথা বলতে শোনা যাবে। তাই তাঁর বাংলা শেখাটাও অত্যন্ত জরুরি ৷ তাঁকে বাংলা শেখানোর ভার পড়েছে টলি অভিনেত্রী অলিভিয়া সরকারের উপর। জানা যাচ্ছে, এসভিএফ-এর তরফেই অলিভিয়ার কাছে এই প্রস্তাব যায়। আর অলিভিয়াও রাজি হন।
আরও পড়ুন: এক ফ্রেমে ঋতুপর্ণা সেনগুপ্ত-চঞ্চল চৌধুরী! নতুন সিনেমা নিয়ে জল্পনা
অন্য খবর দেখুন