লতা মঙ্গেশকরের ‘কাঁটা লাগা’ ফিল্মি গানের রিমিক্স ভিডিও করে যিনি রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে ছিলেন তিনি হলেন শেফালি জরিওয়ালা। অভিনেত্রী-গায়িকা ২০০২ সালে এই জনপ্রিয় মিউজিক ভিডিও করার পর প্রায় হারিয়ে গিয়েছিলেন। যারা তারেই মিউজিক ভিডিও দেখেছেন তাঁদের অবশ্যই মনে আছে অত্যন্ত আকর্ষনীয় কালো পোশাক এবং সরু বিনুনির সেই শ্বেতবর্ণ সুন্দরীকে। তারপর অনেকেই জানতে চেষ্টা করেছিলেন যে মাত্র একটি গানে সারা ভারতবর্ষে এই রকম ঝড় তুলে তারপর কোথায় হারিয়ে গেলেন সেই অভিনেত্রী-গায়িকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি নিজেই তার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, যে সময়ে তিনি ‘কাঁটা লাগা’ গানটি গেয়েছিলেন অর্থাৎ ১৫ বছর বয়স থেকেই তিনি এপিলেপসি অর্থাৎ মৃগীরোগে আক্রান্ত। সেই সময় তার লেখাপড়ার অসম্ভব চাপ ছিল। অসম্ভব মানসিক চাপ এবং দুশ্চিন্তা থেকে তাঁর খিঁচুনি হত। এমন কি ক্লাসরুমে বসে থাকতে থাকতে অনেক সময় এই রোগে আক্রান্ত হতো।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় খিঁচুনি হতো বলে শেফালি উল্লেখ করেছে। স্কুলের ফাংশনে ব্যাকস্টেজেও এই রকম অবস্থার মুখোমুখি হয়েছিলে গায়িকা। এর ফলে ভীষণভাবে শেফালির আত্মসম্মানে লাগতো। আর এই মৃগীরোগের কারণেই শেফালি এত বিগ-হিট গানের পরেও আর কোন কাজ করতে পারেন নি। তাই ‘কাঁটা লাগা’ গানের পর দর্শকরা আর তাঁকে সেভাবে দেখতে পায় নি। শেফালির কথা অনুযায়ী,”আমি তো বুঝতেই পারতাম না যে কখন আমার খিঁচুনি হবে। তাঁর ফলে নিজেকে কাছ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন ‘কাঁটা লাগা’র পর আমি কেন আর কাজ করলাম না? ১৫ বছর ধরে আমি এই রোগে ভুগছি। মানসিক অবসাদ কাটিয়ে উঠে আমি এখন অনেকটা ভালো আছি। এখন আর আমার প্যানিক অ্যাটাক হয় না”।সম্প্রতি অভিনেত্রী শেফালী জরিওয়ালা বেশকিছু রিয়েলিটি শো করেছেন। যার মধ্যে রয়েছে ‘নাচ বলিয়ে ৫’, ‘বিগ বস ১৩’। তাঁকে দেখা গিয়েছিল ‘বেবি কাম না’ ওয়েব সিরিজে অন্যতম প্রধান চরিত্রে।