খুব শীঘ্রই নেটফ্লিক্সে আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শি ‘ সিজন ২।এমনটাই আভাস মিলল নতুন টিজারে।পুরোদমে চলছে সিরিজের নতুন সিজনের শ্যুটিংও,টিজারে ধরা পড়ল সেই মুহুর্ত।অদিতি পোহানকর ও বিজয় ভার্মাকে নিয়ে গতবছর ‘শি’-এর প্রথম সিজন জমিয়ে দিয়েছিলেন পরিচালক ইমতিয়াজ আলি।কিন্তু প্রথম সিজনে অসমাপ্ত থেকে গিয়েছিল সিরিজের গল্প।লেডি কনস্টেবল ভূমিকা পরদেশী ওরফে অদিতির কি হল?শেষ পর্যন্ত সে অপরাধ চক্রের পর্দাফাঁস করতে পারল কি না,প্রথম সিজনের শেষে তা দর্শকদের অজানাই থেকে গিয়েছে। অবশেষে ‘শি’ সিজন ২-এর শ্যুটিং-এর খবরে খুশির হাওয়া দর্শক মহলে।চলতি বছরেই সিরিজের নতুন সিজনের স্ট্রিমিং শুরু হবে বলে খবর।