কলকাতা: ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁর মেয়ের চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক সুমন ঘোষের (Director Suman Ghosh) নতুন ছবি ‘পুরাতন (Puratan Trailer Launched) মা-মেয়েকে নিয়ে গল্প বলবে। সোমবারই প্রকাশ্যে পেল ছবির ট্রেলার। সোমবার সন্ধ্যায় তারকাখচিত অনুষ্ঠানে মুক্তি পেল ছবির ট্রেলার। যদিও অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) হাজির থাকতে না পারেননি। তবে অনুষ্ঠানে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), সুমন ঘোষ-সহ টলিপাড়ার একাধিক সেলিব্রিটি।
আরও পড়ুন: ‘খাকি ২’ ওয়েব সিরিজে কিভাবে আছেন অভিনেতা সোহম চক্রবর্তী!
পরিচালক সুমন ঘোষের নতুন ছবি ‘পুরাতন। এক মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়েই পরিচালক সুমন ঘোষ। এই ছবির হাত ধরে ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এই ছবির শুটিং হয়েছে কলকাতাতেই । শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি ‘অন্তহীন’। তাঁর মেয়ের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। শর্মিলা ঠাকুরের জামাইয়ের ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ।মা ও মেয়ের সম্পর্ক ঘিরেই এই ছবির গল্প বুনেছেন পরিচালক। টিজারে বর্ষীয়ান অভিনেত্রীর ঝলক দেখেই দর্শকমহলে সাড়া জাগিয়েছে। সোমসন্ধ্যায় প্রকাশ্যে এল ছবির ট্রেলার। আর তাতেই শর্মিলা-ঋতুপর্ণা-ইন্দ্রনীল সেনগুপ্তর রসায়ন দেখে নেটপাড়া মুগ্ধ। একদিকে মায়ের জীবনের এক অজানা রহস্য আর অন্যদিকে সেই রহস্যকে কেন্দ্র করে মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের সম্পর্কের সমীকরণ ধরা পড়েছে ট্রেলারে।
অন্য খবর দেখুন