কলকাতা : ওটিটিতে আসছে বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ সাড়ে ষোলো(Sharey Sholo)।একটি হোটেলের সাড়ে ষোলো তলার ঘরে ঘটে যায় মর্মান্তিক এক হত্যাকাণ্ড।সেই খুনের তদন্ত কাহিনি নিয়েই থ্রিলার সিরিজটি তৈরি করেছেন পরিচালক ইয়াসির অল হক(Yasir Al Haq)।সিরিজে মুখ্যভূমিকায় রয়েছেন সুরঙ্গ খ্যাততারকা আফরান নিশো(Afran Nisho)।এছাড়াও দেখা যাবে ইন্তেখাব দিনার(Intekhab Dinar),জাকিয়া বারি মোমো(Zakia Bari Momo) ছাড়াও ওপার বাংলার একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।সদ্যই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ সাড়ে ষোলো-র ট্রেলার(Trailer)।সিরিজ যে রীতিমতো টানটান হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।১৭ অগস্ট থেকে শুরু হবে সিরিজের স্ট্রিমিং।
বিগত কয়েক বছর ধরেই এপার বাংলায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের একের পর এক ওয়েব সিরিজ।এবং সেই জনপ্রিয়তা দৈনন্দিন বেড়েছে বই কমে নি।তাই তো ওপার বাংলার ছবি হাওয়া-য় ঝড় ওঠে নন্দন চত্বরেও।সুরঙ্গ নিয়ে ঢাকার মতো কম মাতামাতি হচ্ছে না কলকাতায়।চঞ্চল চৌধুরী,ইন্তেখাব দিনার কিংবা আফরান নিশোরা বাংলাদেশে প্রবল জনপ্রিয় তো বটেই।কিন্তু পশ্চিমবাংলার সিনেপ্রেমীদের কাছেও তাঁরা কম প্রিয় নয়,সেকথা কিন্তু বারবার প্রমাণ হয়ে গিয়েছে।সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আফরান নিশো-র ছবি সুরঙ্গ দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই বাংলাতেও।এবার ওটিটিতে আসছে অভিনেতার নতুন থ্রিলার ওয়েব সিরিজ সাড়ে ষোলো।যে সিরিজে দেখা যাবে কারাগার ওয়েব সিরিজের অন্যতম তারকা ইন্তেখাব দিনারকেও।রয়েছেন আরও অনেক বাংলাদেশী অভিনেতা-অভিনেত্রী।সদ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সাড়ে ষোলো-র হাড় হিম করা ট্রেলার।সুরঙ্গ-এর পর এপার বাংলাতেও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন আফরান নিশো।অভিনেতার নতুন ওয়েব সিরিজের ট্রেলারও আরও একবার নজর কাড়ল তাঁর অভিনয় দক্ষতা।সিরিজটি পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক ইয়াসির অল হক।প্রযোজনার দায়িত্বেও রয়েছে ওপার বাংলার সংস্থা।