কলকাতা: বয়স যে পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায় না, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। । ৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করলেন শাম্মি কাপুর (Shammi Kapoor)পুত্র আদিত্য রাজ কাপুর (Aditya Raj Kapoor)। ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের অবদান অনস্বীকার্য। অভিনয় গুন দিয়ে তো মুগ্ধ করেছেন সকলকে। কিন্তু পড়াশোনায় জগতে কেউ বেশিদূর এগোতে পারেননি। কেউ ক্লাস সিক্স পাশ, কেউ ক্লাস টেন! তবে এবার কাপুর পরিবারের প্রথম সদস্য হিসাবে স্নাতক হলেন শাম্মি পুত্র।
সোশ্যাল মিডিয়ায়, নিজের স্নাতক হওয়ার সার্টিফিকেট ও এই সুখবর শেয়ার করে নিয়েছেন আদিত্য রাজ কপূর। ছবিতে দেখা যাচ্ছে, স্নাতকের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে আছেন আদিত্য রাজ কাপুর। কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এক সপ্তাহ আগে ৫৯ দশমিক ৬৭ শতাংশ নাম্বার পেয়ে অনার্স পাশ করেছি। অর্থাৎ দর্শন বিষয়ে অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছি আমি। সুযোগ থাকলেও পড়াশোনা করেননি জানিয়ে অভিনেতা বলেন, আমার পড়াশোনা করার সবরকম সুযোগ-সুবিধা ছিল। কিন্তু সেই সুযোগের সঠিক ব্যবহার করিনি আমি।
তিনি আরও বলেন, বহু বছর পর নিজের ভুল বুঝতে পারি। আমার অন্তরে শিক্ষার প্রয়োজনীয়তার অভাব উপলদ্ধি করি। তারপরেই দর্শন নিয়ে পড়াশোনা শুরু করি। তিনি জানান, ৬১ বছর বয়সে পড়াশোনা শুরু করেন তিনি। তার এই মিশনের পেছনে বড় ভূমিকা পালন করেছে অভিনেতার মেয়ে তুলসী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মেয়েই তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন। বলিউড সূত্রে খবর, ইতিমধ্যেই স্নাতকোত্তর স্তরের জন্যও পড়াশোনা শুরু করে দিয়েছেন আদিত্য রাজ কপূর।