অশ্লীল ভিডিও তৈরি এবং বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে সেই ভিডিও বিক্রির অপরাধে গত অগস্টে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা।যার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়েছিলেন শিল্পা শেট্টি এবং তাঁর পরিবার।সোশ্যাল সাইটে চুড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন বলি অভিনেত্রী।পাশাপাশি ট্রোলিং ধেয়ে এসেছিল শিল্পার বোন শমিতা শেট্টি এবং গোটা পরিবারের দিকেও।অবশ্য ইতিমধ্যেই জামিনে ছাড়া পেয়েছেন রাজ।এতদিন চুপ থাকলেও সদ্যই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন শমিতা।তিনি জানিয়েছেন,তাঁদের পরিবার তখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন।ঘটনাটি ঘটার পরের দিন থেকেই ওটিটি বিগবসের বাড়ির বাসিন্দা হয়ে যান শমিতা,সেই কারণে ঘটনার আঁচ সেইভাবে না পেলেও বাইরে তার পরিবাবের সঙ্গে কি ঘটছে সেটা বিগবসের বাড়িতে বসে ভালোভাবেই বুঝতে পারছিলেন তিনি।
আরও পড়ুন – অ্যাডাল্ট ফিল্মে কি শ্যালিকাকে আনতে চেয়েছিলেন রাজ কুন্দ্রা?
নেটিজেনের একাংশকে একহাত নিয়ে শমিতা সাফ জানালেন, তাঁর দিদি শিল্পা কিংবা তার পরিবারের কেউই এই বিষয়ে দোষী নন,রাজের কীর্তির বিন্দু বিসর্গ জানতেন না তিনি নিজেও।অথচ অকারণেই নেটিজেনরা দোষারোপ করেছেন।নেটিজেনের এই ব্যবহারে নিদারুণ মানসিক আঘাত পেয়েছেন শমিতা শেট্টি।
আরও পড়ুন – রাজ নিষ্পাপ : শিল্পা