অবশেষে শাকুন বাত্রার ছবির শ্যুটিং শেষ করলেন দীপিকা পাডুকোন,অনন্যা পাণ্ডে,সিদ্ধান্ত চতুর্বেদীরা।কলাকুশলীদের ইনস্টা হ্যান্ডেল থেকে মিলল এমনই ইঙ্গিত।দীর্ঘ প্রতীক্ষার শেষে গতবছর লকডাউনের পরই ছবির শ্যুটিং শুরু করেছিলেন শাকুন বাত্রা অ্যান্ড কোম্পানি।একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে কলাকুশলীদের ব্যস্ত সিডিউল,সবকিছুর জন্যই বারবার থমকেছে ছবির শ্যুটিং।শাকুনের ছবির শ্যুটিং সামলেই কলাকুশলীরা নিজেদের অন্য ছবির শ্যুটিংও করেছেন।সমস্ত প্রতিকুলতা জয় করে শুক্রবারই ছবির শ্যুটিং শেষ করেছেন দীপিকা-অনন্যা-সিদ্ধান্তরা।শুক্রবার শ্যুটিংয়ের একঝাঁক ছবি সোশ্যাল সাইটে শেয়ার করে ছবির মুখ্য অভিনেত্রী দীপিকা লিখলেন,সারাজীবনের ভালোবাসা ও বন্ধুত্বের স্মৃতি।শ্যুটিংয়ের ছবি শেয়ার করলেন অনন্যা পাণ্ডেও।সেটে সকলের সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল,এমন শ্যুটিংয়ের স্মৃতি কোনদিনই ভোলার নয়।নিজের ইনস্টায় এমনটাই লিখলেন অনন্যাও।
আরও পড়ুন – পিছোচ্ছে ‘ফাইটার’-এর মুক্তি
শ্যুটিং শেষ হয়ে গেলেও এখনও ছবির নামই ঠিক করে উঠতে পারেননি নির্মাতারা।চলতি বছরেই শাকুনের এই ছবি মুক্তি পাক,কিছুদিন আগে এমনটাই ইচ্ছেপ্রকাশ করেছিলেন ছবির প্রযোজক করণ জোহর।কিন্তু গত বছর থেকেই কেজোর ধর্মা প্রোডাকশনের বহু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলেই একের পর এক ছবি মুক্তি পাবে।তাই ২০২১এ শাকুনের নতুন ছবি মুক্তির হয়তো কোন সম্ভাবনা নেই,এমনটাই বলছেন বলি বিশেষজ্ঞরা।
আরও পড়ুন – বিগ বসের বাড়িতে করণ