ছবির নাম থেকে মুক্তির দিনক্ষণ,অবশেষে প্রকাশ্যে এল সবই।কোন ছবির কথা বলছি?কথা বলছি দীপিকা পাডুকোন,অনন্যা পাণ্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত পরিচালক শাকুন বাত্রার বহু প্রতীক্ষিত নতুন ছবি নিয়ে।ছবির নাম ‘গেহরাইয়ান’। জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে আগামী ২৫জানুয়ারি মুক্তি পাবে ছবি।এদিন প্রকাশ্যে এসেছে ছবির একটি ছোট্ট টিজারও।‘গেহরাইয়ান’-র অনেক মুহূর্ত ধরা পড়েছে নতুন টিজারে।কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে,শাকুনের এই ছবির ওটিটি স্ট্রিমিং নিয়ে পরিকল্পনা করছেন প্রযোজক করণ জোহর।
View this post on Instagram
সোমবার যে ছবি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন প্রযোজক, এমনটা আভাস মিলেছে রবিবারই।অবশেষে প্রকাশ্যে এল ছবির নাম ও মুক্তির দিনক্ষণ।দীর্ঘদিন ধরেই সিনেপ্রেমীদের মধ্যে জল্পনায় রয়েছে ‘গেহরাইয়ান’ নিয়ে।ত্রিকোণ প্রেমের জটিল সম্পর্ক গল্প নিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক শাকুন বাত্রা।