মুম্বই : বিগবাজেট ফিল্ম হতে চলেছে বড়পর্দার শক্তিমান(Shaktiman),এমনটাই জানালেন টেলিভিশনের শক্তিমান ওরফে মুকেশ খান্না(Mukesh Khanna)।গতবছরই হয়ে গিয়েছে ছবির আনুষ্ঠানিক ঘোষণা(Announcement)।কিন্তু ছবিতে শক্তিমানের চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে রীতিমতো গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে,বড়পর্দার শক্তিমান হতে চলেছেন রণভীর সিং(Ranveer Singh)।ছবিতে কাজ করতে রাজিও হয়ে গিয়েছেন,এমনকি অভিনেতা ছবির জন্য চুক্তিপত্রে সইসাবুদও করে ফেলেছেন বলে খবর মিলছে বলিপাড়া সূত্রে।ছবির পরিচলনা করবেন মালায়লম পরিচালক বেসিল জোসফ(Basil Josef)।যিনি মিন্নাল মুরালি(Minnal Murali)-র মতো সুপারহিরো ফিল্মের পরিচালনা করেছেন।সদ্যই ছোটপর্দার শক্তিমান তথা ছবির অন্যতম প্রযোজক মুকেশ খান্না জানিয়েছেন,শক্তিমান-এর জন্য তারকা এবং কলাকুশলীরা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এটি একটি অনেক বড় মাপের ছবি হতে চলেছে যার বাজেট হতে চলেছে ২০০ থেকে ৩০০ কোটি টাকা।ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স।যে সংস্থার হাত ধরে স্পাইডার ম্যানের মতো সুপারহিরো পর্দায় এসেছে।করোনা অতিমারির জন্য ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবে ছবির শক্তিমানের চরিত্রে কে অভিনয় করবেন সেকথা আর নিজের থেকে জানাননি ছোটপর্দার শক্তিমান।খুব শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে তখনই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।