দুবাই: ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আনার অনবদ্য বার্তা দিলেন পাকিস্তানি ক্যারাটে খেলোয়াড় শাহজাইব রিন্ধ (Shahzaib Rindh)। দুবাইয়ে ক্যারাটে ৪৫ বাউট প্রতিযোগিতায় তিন বনাম তিন দলীয় লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তাতে জয়লাভ করে ওয়াঘার ওপারের দেশ। জেতার পর তাদের অধিনায়ক শাহজাইব অভূতপূর্ব কাণ্ড করলেন।
দুই দেশের মধ্যে মৈত্রী, সৌভ্রাতৃত্বের বার্তা দিতে একই সঙ্গে তুলে ধরলেন পাকিস্তান ও ভারতের পতাকা। জেতার পর প্রতিযোগিতার সঞ্চালক শাহজাইবকে প্রশ্ন করেন তাঁর হাতে দুটো পতাকা দেখা যাচ্ছে, এর কারণ কী? শাহজাইব বলেন, “একটা পাকিস্তানের পতাকা আর একটা ভারতের পতাকা। এই লড়াইটা ছিল শান্তির জন্য। আমরা শত্রু নই, আমরা একসঙ্গে আছি। একসঙ্গে থাকলে আমরা সবকিছু করতে পারি।”
আরও পড়ুন: বিশ্বকাপের দলে হার্দিককে রাখলেন না বীরু
A beautiful and powerful message by Pakistani fighter @RindhShahzaib after his victory over Indian fighter in @KarateCombat #KC45
Pakistan beat India by 2-1 in team competition in Dubai last night.. #ShahzaibRind #KarateCombat #PakvsInd #PakvInd #Unity pic.twitter.com/tCikyDBNrM— Pakistan in Pictures (@Pakistaninpics) April 20, 2024
তিনি আরও বলেন, “রাজনীতি আমাদের বিভাজিত করে রেখেছে তাই আমাদের একজোট হয়ে থাকতে হবে। এই লড়াইটা ছিল পাকিস্তান ও ভারতের বন্ধুত্বের জন্য এবং কাছাকাছি আসার জন্য।”
ভারত-পাকিস্তানের এই ক্যারাটে দ্বৈরথ দেখতে দর্শকাসনে হাজির ছিলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। শাহজাইব জানালেন তিনি সলমনের বিরাট ভক্ত। তিনি বলেন, “আমি সলমন খানকে ধন্যবাদ জানাতে চাই এখানে আসার জন্য। আপনি আমার সুপারস্টার। আমি আপনার ছবি দেখছি সেই ছোটবেলা থেকে। আপনার সামনে লড়তে পেরে দারুণ লাগছে।” খেলা শেষে সলমনের সঙ্গে ছবিও তোলেন শাহজাইব।
দেখুন অন্য খবর: