সদ্যই ডেবিউ ওয়েব সিরিজ ‘সানি’র শ্যুটিং শেষ করলেন শাহিদ কাপুর। শ্যুটিং শেষ হলেও আপাতত বিশ্রামের কোনও সময়ই নেই শাহিদের। শোনা যাচ্ছে চলতি মাস থেকেই আলি আব্বাস জাফরের অ্যাকশন ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। ২০১১ সালের ফ্রেঞ্চ ছবি ‘নুইট ব্লাঞ্চ’-এর অফিসিয়াল রিমেক করবেন আলি আব্বাস জাফর। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে শাহিদকে।
‘নুইট ব্লাঞ্চ’-এর অর্থ ‘নির্ঘুম রাত্রি’, বলা যেতেই পারে এই ছবির প্রি- প্রোডাকশনের কাজে আপাতত ঘুম উড়েছে পরিচালকের! ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শাহিদকে। ড্রাগ মাফিয়াদের সঙ্গে চেজিং করতে দেখা যাবে তাঁকে। ছবির প্রথম পর্বের শ্যুটিং-য়েই হাই ভোল্টেজ অ্যাকশন করতে দেখা যাবে শাহিদকে। সেই জবরদস্ত অ্যাকশন সিনের জন্য এই মুহূর্তে বডি ডবল এবং জুনিয়র অ্যাক্টরদের সন্ধান চালাচ্ছে আলির টিম।
আরও পড়ুন : ‘ফ্রেঞ্চ থ্রিলার’-এ শাহিদ
আগামী সপ্তাহ থেকে আপকামিং ছবির স্ক্রিপ্ট রিডিং সেশন শুরু করবেন শাহিদ। মুম্বইয়ের গোরেগাঁওতে হবে শ্যুটিং। শাহিদের স্ক্রিপ্ট রিডিং সেশন শুরুর আগেই প্রাথমিক কাজকর্ম সেরে নিতে একেবারে প্রস্তুত আলি আব্বাস জাফর।
‘নুইট ব্লাঞ্চ’-এর অফিসিয়াল হিন্দি রিমেকের আগেই অবশ্য এই ফ্রেঞ্চ ছবির তামিল ও তেলেগু রিমেক হয়ে গেছে। দুটি ছবিতেই নজর কেড়েছিলেন কামাল হাসান।
আরও পড়ুন : ‘অদ্ভূত’ নওয়াজ