মুম্বই : সৃজনশীল মতপার্থক্যের জের,অনীশ বাজমির(Anees Bazmee) আনটাইটেলড অ্যাকশন-কমেডি ফিল্ম(Untitled Action-Comedy Film) থেকে সরলেন শাহিদ কাপুর(Sahid Kapoor)।বলিপাড়া সূত্রে খবর,সেপ্টেম্বরেই ফ্লোরে আসবে অনীশ বাজমির কমেডি ফিল্ম।ইতিমধ্যেই নাকি ছবির শ্যুটিংয়ের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে।কিন্তু কমেডি ফিল্মের গল্প-চিত্রনাট্য নিয়ে সৃজনশীল মতপার্থক্যে জড়িয়েছেন শাহিদ কাপুর ও নির্মাতারা।যে কারণে অনীশের অ্যাকশন-কমেডি ফিল্মে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন কবীর সিং(Kabir Singh) খ্যাত অভিনেতা।ছবিতে নায়িকার ভূমিকায় থাকছেন রশ্মিকা মান্দানা(Rashmika Mandanna)।তাঁর জন্য নতুন নায়কের খোঁজে রয়েছেন অনীশ বাজমি।বলিউডের একাধিক অভিনেতাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন পরিচালক।খুব শীঘ্রই নাকি অ্যাকশন-কমেডি ফিল্মের নতুন নায়কের নাম ঘোষণা করবেন নির্মাতারা।
চলতি বছরের শুরু থেকেই বারবার চর্চায় উঠে এসেছে দক্ষিণী প্রযোজক দিল রাজুর পরিচালনায় অনীশ বাজমির পরিচালিত অ্যাকশন-কমেডি ফিল্ম।যে ছবিতে নায়কের ভূমিকায় শাহিদ কাপুরের কাজ করার কথা ছিল।কবীর সিং থেকে জার্সি,একের পর এক দক্ষিণী ছবির রিমেকে কাজ করার পর কমেডি ফিল্মে অভিনয় করার জন্য দারুণ আগ্রহী ছিলেন শাহিদ কাপুর।অন্যদিকে ভুল ভুলাইয়া ২-র সাফল্যের পর নতুন ছবি নিয়ে মুখিয়ে রয়েছেন পরিচালক অনীশ বাজমিও।ছবিটি প্রযোজনার দায়িত্বে দিল রাজু থাকলেও পরিচালক জানিয়েছিলেন তাঁর নতুন কমেডি ফিল্ম মোটেও কোনও দক্ষিণী ছবির রিমেক নয়,সম্পূর্ণ একটি মৌলিক ছবি।যার গল্প ও চিত্রনাট্য তিনিই লিখেছেন।এই নতুন ছবি দর্শকের পছন্দ করবেন বলেও জানিয়েছিলেন আত্মবিশ্বাসী অনীশ।
ছবিতে শাহিদ কাপুরের কাজ করার কথা ছিল।নায়িকার ভূমিকায় রশ্মিকা মান্দানাকে বেছে নিয়েছেন অনীশ বাজমি।সেপ্টেম্বরেই নাকি কমেডি ফিল্মের শ্যুটিংও শুরু হওয়ার কথা।সম্প্রতি জানা গিয়েছে,অনীশের ছবিতে অভিনয় করতে চান না শাহিদ কাপুর।ছবির গল্প-চিত্রনাট্য নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেতা।সৃজনশীল মতপার্থক্যের জেরেই নাকি অনীশের কমেডি ফিল্ম ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।এই পরিস্থিতিতে ছবির জন্য নতুন অভিনেতা খুঁজছেন নির্মাতারা।শাহিদের বদলি হিসেবে বলিউডের বেশ কিছু তারকার সঙ্গে কথাও বলেছেন তাঁরা।কিছুদিনের মধ্যেই নাকি ঠিক হয়ে যাবে অনীশের কমেডি ফিল্মের নায়ক কে হতে চলেছেন।