ওয়েব ডেস্ক: আইনজীবী পেশা থেকে অভিনয় শুরু করেছিলেন শাহির শেখ(Shaheer Sheikh)। তিনি একজন মডেলও বটে। ঐতিহাসিক পৌরাণিক কাহিনী মহাভারত অর্জুনের(Arjun in Mahabharat) ভূমিকায় তাঁকে দেখা গেছে।
আরও পড়ুন:‘সোনার কেল্লার’ ৫০ বছর পূর্তিতে নতুন ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’!
সম্প্রতি শাহির ভারতীয় সশস্ত্র বাহিনীর(Indian Soldier) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। পরিবারের সকলের নিরাপদে থাকার কথাও তিনি জানিয়েছেন। কিভাবে উদ্বেগের সঙ্গে রাত কাটাতে হয়েছে পর্দার ‘অর্জুন’ সে কথা বলতেও ভোলেননি। ইনস্টাগ্রামে একটি পোস্টে শাহিল লিখেছেন, ‘ভারতের সশস্ত্র বাহিনীর কাছে আমরা চিরঋণী থাকবো। কারণ আমার মা এবং বোন এখন জম্মুতে(Jammu) আছে। ভারত- পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা যখন আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল তখন সীমান্তের ভারতীয় সেনাবাহিনীর অসামান্য কীর্তি আমাদের কিছুটা আশ্বস্ত করেছে। সৈনিকরা যখন সামনের সারিতে থেকে আমাদের বিপদের হাত থেকে রক্ষা করে তখন চিন্তা অনেকটাই কমে যায়।’
এই কঠিন পরিস্থিতিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন শাহির।
প্রসঙ্গত,২০২০ সালে মহাভারতের ‘অর্জুন’ শাহির শেখ দীর্ঘদিনের বান্ধবী রুচিকা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় দুজনের আংটি বদলের ছবি দিয়ে লিখেছিলেন, ‘বাকি জীবনের জন্য উৎসাহিত।’ কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছা বার্তা আর ভালোবাসায় ভেসেছিলেন সেদিন।
২০০৯ সালে ছোট পর্দায় বিজনেস সিরিজ ‘কেয়া মাস্ত হ্যায় লাইফ’ দিয়ে অভিনয় জগতে অভিষেক ঘটেছিল
শাহির শেখের।