আজ ভারতবাসীর কাছে খুব গর্বের দিন।
এই প্রথম অলিম্পিকের সেমি ফাইনালে ভারতীয় মহিলা হকি দল। অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে নজির গড়ল ভারতীয় মেয়েরা।
সেই গর্বের কারণ নিয়ে কথা বলতে গিয়ে নেটিজেনরা আজ খুব মিস করছেন কবীর খানকে। অথবা বলা চলে কবীর খানের সঙ্গে তারা মিল খুঁজে পেলেন ভারতীয় মহিলা হকি টিমের কোচ সোয়ার্ড মার্জিনের (Sjoerd Marijne)।এবার হয়তো আপনার আর বুঝতে অসুবিধা হচ্ছে না আমরা ঠিক কোন কবীর খানের কথা বলছি। ‘চক দে ইন্ডিয়া’ (Chak De India) ছবিতে কবীর খানের (Kabir Khan) হাত ধরেই ভারতীয় মহিলা হকি টিম জয়ের মুখ দেখেছিল।কবীর খানের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)।
নেটিজেনরা যখন রিল ভার্সেস রিয়েল কোচের সামঞ্জস্য খুঁজতে ব্যস্ত তখন শাহরুখ খান প্রত্যুত্তর দিলেন সোয়ার্ড মার্জিনের একটি টুইটের। যেখানে তিনি তাঁর পরিবারের উদ্দেশ্যে লিখেছেন, তাঁর বাড়ি ফিরে যেতে আবার কিছুদিন দেরি হবে’।শাহরুখ খান এই টুইটের প্রত্যুত্তরে শুভেচ্ছা জানালেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।
তিনি লিখলেন, ‘কোন অসুবিধা নেই। শুধু ফেরার পথে সোনা নিয়ে এসো। বহু পরিবার অপেক্ষা করে রয়েছে। আর এই বছর ধনতেরাস সেকেন্ড নভেম্বর।- একটি প্রাক্তন কোচ কবীর খান।’ কারণ ২নভেম্বরেই শাহরুখ খানের জন্মদিন।