রবিবারই জানা গিয়েছিল,বিরতি কাটিয়ে এবার শ্যুটিংয়ে ফিরতে চান শাহরুখ খান। কারণ,তার জন্যই বন্ধ রয়েছে আদিত্য চোপড়ার ড্রিম প্রজেক্ট ‘পাঠান’ এবং অ্যাটলি কুমার-কিং খান জুটির প্রথম ছবি ‘লায়ন’-এর শ্যুটিং।দুটি ছবিতেই দু্র্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে শাহরুখকে।তাই ইতিমধ্যেই শ্যুটিং শুরুর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলিউড বাদশা।প্রতিদিন অনেকটা সময় জিমেই কাটাচ্ছেন তিনি।এরইমধ্যে কিংভক্তদের জন্য মিলল দারুণ সুখবর।আগামী ১৫তারিখ থেকেই ‘পাঠান’-এর শ্যুটিং শুরু করে দেবেন শাহরুখ খান।শ্যুটিংয়ে যোগ দেবেন ছবির নায়িকা দীপিকা পাডুকোন এবং ভিলেন জন আব্রাহামও।
শোনা যাচ্ছে,আপাতত মুম্বই এবং তার আশেপাশেই শ্যুটিং করবেন শাহরুখ-দীপিকা-জনরা।প্রায় ১৫থেকে ২০দিনের সিডিউলে মুম্বইতেই শ্যুটিং করতে চান ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ।বন্ধু শাহরুখ এবং তার পরিবারের কঠিন পরিস্থিতির কথা ভেবেই এমনটা করতে চান প্রযোজক আদিত্য চোপড়া।যাতে শ্যুটিং শেষ করে বেশ কিছুটা সময় কিং খান তার পরিবারের সঙ্গেও কাটাতে পারেন।
নতুন বছরে শ্যুটিংয়ের জন্য স্পেন রওনা দেবে টিম ‘পাঠান’।তার আগে মুম্বইয়ের বাকি শ্যুটিং করে নিতে চান পরিচালক সিদ্ধার্থ আনন্দ।আগামী বছরেই মুক্তি পাবে ‘পাঠান’,এমনটা পরিকল্পনা করে ফেলেছেন আদিত্য চোপড়া।তাই আগে ‘পাঠান’-এর শ্যুটিং শেষ করতে চান বাদশা খান।তারপর ধীরে সুস্থে অ্যাটলি কুমারের ছবির শ্যুটিং শুরু করবেন তিনি।