মহামারীর কালে পাল্টে যাওয়া বিনোদন দুনিয়ায় সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমার, অজয় দেবগন প্রায় সবাইকার ছবিই মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ব্যতিক্রম কেবল শাহরুখ খান। ২০১৮-য় মুক্তি পেয়েছিল তাঁর ‘জিরো’। তারপর থেকে বিনোদনের কোনও মাধ্যমেই তাঁর আর কোনও ছবিই মুক্তি পায়নি। গত বছর থেকে ‘পাঠান’ -এর শ্যুটিং শুরু করেছেন কিং খান। সেই ছবির মুক্তির অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা। এরই মধ্যে আরও একটা সুখবর। ওটিটি প্ল্যাটফর্মে আসছেন বলিউড বাদশাহ।
আরও পড়ুন: কিং খানের ডবল রোল
সম্প্রতি সোশ্যাল সাইটে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছেন কিং খান। ভিডিওটি আসলে এক জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মের বিজ্ঞাপন। সেখানেই আভাস মিলেছে যে ওটিটি-তেও এবার ম্যাজিক করবেন তিনি।
অন্য স্টারদের ছবি মুক্তি পেলেও, এতদিন শাহরুখের কোনও ছবিই ওটিটি-তে মুক্তি পায়নি। বিজ্ঞাপনের স্টোরি লাইন অনুযায়ী সেই প্রসঙ্গেই আক্ষেপ করছেন শাহরুখের সেক্রেটারি। তবে সেই বিজ্ঞাপনই যখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন কিং খান, তখন ক্যাপশনে লিখেছেন ‘পিকচার আভি বাকি হ্যায় দোস্ত’। আর তার থেকেই শাহরুখের ওটিটি রিলিজ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
শোনা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে কিং খানে একটি এক্সক্লুসিভ সিরিজ আসছে। এ ব্যাপারে ইতিমধ্যেই অফিসিয়াল কাজকর্মও সেরে ফেলেছেন কিং খান। খুব শিগগিরই সিরিজের বাকি ডিটেইলস্ সামনে আসবে।
আপাতত পুণেতে অ্যাটলি কুমারের আপকামিং ছবির জন্য দক্ষিণী স্টার নয়নতারার সঙ্গে শ্যুটিং সারছেন অভিনেতা। মুক্তির অপেক্ষায় সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’। ‘পাঠান’-এ দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ। সামনের বছর বড়পর্দাতেই মুক্তি পাবে ছবি ।
আরও পড়ুন: কিং খানের ব্যাঙ্ক ডাকাতি