কলকাতা: বিদেশে শ্যুট করতে গিয়ে গুরুতর আহত বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan )। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসে তাঁর আগামী ছবির শ্যুটিং চলছিল। সেই সময়ই অঘটন ঘটে। নাকে চোট পান অভিনেতা (Actor)। নাক থেকে ঝরঝর করে রক্ত বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় লস এঞ্জেলসের একটি হাসপাতালে। হাসপাতালে ভর্তির পরপরই শাহরুখ খানের অস্ত্রোপচার করা হয়। জানা যাচ্ছে, অস্ত্রোপচারের পর তিনি মুম্বই ফিরে এসছেন। আপাতত সুস্থ রয়েছেন কিং খান।
‘পাঠান’-এর হাত ধরে বক্স অফিসে রেকর্ড গড়েছেন শাহরুখ। আপাতত তাঁর ঝুলিতে দু’টি বড় বাজেটের ছবি- ‘ডানকি’ এবং ‘জওয়ান’। শোনা যাচ্ছে, ২০২৩ সালেই শাহরুখ খানকে দেখা যাবে জওয়ানে। ছবিটি ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক গুঞ্জন তৈরি করেছে এবং অন্যতম আলোচনায় পরিণত হয়েছে৷ শাহরুখ খান, নয়নতারা এবং বিজয় সেতুপতি অভিনীত ছবির পরিচালনার দায়িত্বে অ্যাটলি। জওয়ান সিনেমার পর্দায় ঝড় তুলতে যে প্রস্তুত তা শাহরুখের লুকেই অনেকটা বোঝা যাচ্ছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।