পিছোতে পারে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান অভিনীত ছবির শ্যুটিং, সদ্যই বলিপাড়া সূত্রে মিলেছে এমনটাই আপডেট।ছবির সংলাপ ও চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে অনেক আগেই।শ্যুটিং শুরুর প্রস্তুতি নিয়ে কিং খানের গ্রীণ সিগন্যালও মিলেছে।‘পাঠান’ এবং অ্যাটলি কুমারের ছবির শ্যুটিং সেরেই রাজু হিরানির ছবির সেটে যোগ দেবেন বলিউড বাদশা,খবর ছিল এমনটাই।চলতি বছরের শেষ দিকেই ছবির শ্যুটিং শুরুর ইচ্ছে প্রকাশ করেছিলেন শাহরুখ।কিন্তু ছবির শ্যুটিং নিয়ে সৃষ্টি হয়েছে বড়সড় সমস্যা।শোনা যাচ্ছে ছবির অনেকখানি শ্যুটিং হবে কানাডায়। শ্যুটিংয়ের জন্য ওদেশের সরকারের কাছে আগেভাগেই অনুমতি চেয়েছিলেন কিং খানের রেড চিলিজে এন্টারটেইনমেন্টের কর্মীরা।কিন্তু করোনা পরিস্থিতির জন্য এখনই শ্যুটিংয়ের অনুমতি দিতে চাইছে না কানাডা সরকার।
আরও পড়ুন – শাহরুখ-রাজকুমারের ‘ডঙ্কি ফ্লাইট’
সূত্রের খবর,আগামী বছরের প্রথম পর্বের আগে এই ছবির শ্যুটিং শুরুর কোন সম্ভাবনা নেই।তাই অন্য সব শ্যুটিংয়ের কাজ আগেভাগেই সেরে নিতে চান এসআরকে।এই ফাঁকে পাঠান এবং অ্যাটলি কুমারের ছবি ছাড়াও অন্য একটি ছবির শ্যুটিংও করবেন বাদশা খান।রাজকুমার হিরানির ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নু।
আরও পড়ুন – কিং খান এবার ‘লায়ন’!