মুম্বই : বক্সঅফিসে ঝড় তুলে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে যশ রাজ ফিল্মসের(Yash Raj Films) ছবি পাঠান(Pathaan)।গোটা বিশ্ব জুড়ে দাপট দেখাচ্ছে শাহরুখ খানের(Shahrukh Khan) ধুন্ধুমার স্পাই থ্রিলার ফিল্ম।পাঠান-এর বক্সঅফিস কালেকশন বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিকে।তবে ছবির প্রমোশনে মিডিয়াকে এতদিন দূরেই রেখেছিলেন শাহরুখ,দীপিকা,জন আব্রাহামরা(Shahrukh,Deepika,John)।পরিচালক সিদ্ধার্থ আনন্দ(Siddharth Anand) জানিয়েছিলেন,পাঠান মুক্তি পাওয়ার পরই মিডিয়ায় মুখ খুলবেন তাঁরা।বক্সঅফিসে ছবির বিরাট সাফল্যের পর সম্প্রতি,মুম্বইতে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ,দীপিকা জন আব্রাহামরা।এসেছিলেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দও।এই কঠিন সময়ে পাশে থাকার জন্য এবং পাঠান কে বক্সঅফিস সাকসেস এনে দেওয়ার সব ক্রেডিট ভক্তদেরই দিচ্ছেন কিং খান।পাশাপাশি বলি সুপারস্টারের কথায় উঠে এল গত চার বছরের গল্পও,জিরো ব্যর্থ হওয়ার পর থেকেই দর্শকমহলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল তাঁর ছবি আর চলবে না। বিষয়টা সিরিয়াসলি নিয়েছিলেন বলিউডের বেতাজ বাদশা।এমনকি বিকল্প পেশার কথাও ভেবে বাড়িতে ইটালিয়ান রান্নাবান্না শিখছিলেন।
Mehmaan Nawaazi ke liye #Pathaan ki poori team aayi hai ? pic.twitter.com/DZ5af7A43V
— Yash Raj Films (@yrf) January 30, 2023
তবে গত চারবছরের কঠিন যন্ত্রণা পাঠান মুক্তির পরের চারদিনেই ভুলে গিয়েছেন শাহরুখ।পাঠান-এর বক্সঅফিস সাফল্যে রীতিমতো খুশি তিনি।শেষ পর্যন্ত তাঁর ছবি দর্শক পছন্দ করছেন এতেও আনন্দিত কিং খান।ভক্তদের পাশাপাশি নিজের কো-স্টার দীপিকা,জন আব্রাহাম ডিম্পল কপাডিয়া ও আশুতোষ রাণাকেও ধন্যবাদ জানাচ্ছেন কিং খান।কৃতজ্ঞতা জানালেন জাসুস টাইগার ওরফে সলমন খানকেও।
In conversation with team #Pathaan about their experiences? pic.twitter.com/xtEOwkiE8S
— Yash Raj Films (@yrf) January 30, 2023