কলকাতা: বিশ্বজুড়ে ‘জওয়ান’ (Jawan) ঝড়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এবং অ্যাটলী পরিচালিত ‘জওয়ান’। প্রথম দিনেই এই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৭৫ কোটি এবং বিশ্বজুড়ে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এদিকে, শুক্রবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর বাংলাদেশের ৪৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘জওয়ান’। পাশাপাশি একই দিনে ১৯টি হলে মুক্তি পেয়েছে ফিরদৌস-নিপুণ অভিনীত সিনেমা ‘সুজন মাঝি’ (Sujan Majhi)। এদিন একইসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল মুশফিকুর রহমান গুলজার নির্মিত ‘দুঃসাহসী খোকা’ এবং দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। কিন্তু ‘জওয়ান’ মুক্তির কারণে বাকি দুটো সিনেমার মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা। যার কারণে এখন বলাই যায় প্রেক্ষাগৃহে এখন শাহরুখ-ফিরদৌস মুখোমুখি।
‘সুজন মাঝি’ সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, ‘ছবিটি একটি গ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে। আমি মনে করি, গ্রামের সিনেমাই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গিয়েছে। আশা করছি, ‘সুজন মাঝি’ সিনেমাটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনও পুরস্কারের জন্য নয়।’
আরও পড়ুন:Jawan | Kangana Ranaut | Sharukh | ‘জওয়ান’ এর প্রশংসায় গদগদ কঙ্গনা
এই সিনেমায় ফিরদৌস ছাড়াও অভিনয় করেছেন নিপুণ। তিনি বলেন, এই সিনেমার গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। ‘জওয়ান’ মুক্তি পেলেও যাঁরা ‘সুজন মাঝি’ দেখার, তাঁরা ঠিকই দেখবেন। ‘সুজন মাঝি’ সিনেমায় ফেরদৌস-নিপুণ ছাড়াও আরও যাঁরা রয়েছেন- রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ।