ছেলেকে নিয়ে বেজায় চিন্তায় আছেন বলিউড বাদশা শাহরুখ খান। মাদককাণ্ডে আরিয়ান জামিন পেলেও বাবার মন মানছে না। ছেলে এবং পরিবারকে ছেড়ে বহুদিন বাইরে থাকতে একেবারেই নারাজ শাহরুখ। এদিকে বাকি একাধিক শ্যুটিং-এর কাজও। শ্যুটিং সারতে খুব শিগগিরই বিদেশে পাড়ি দিতে হবে কিং খানকে।
এমত অবস্থায়, ছবির প্রযোজক পরিচালকের কাছে ছোট্টো একটা অনুরোধ রাখছেন শাহরুখ। তিনি বলেছেন, তাঁর শ্যুটিং শেডিউল যেন ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া হয়। এমন করে প্ল্যানিং করা হয় যাতে, অল্প খানিকটা অংশ শ্যুট করার পর দেশে ফিরে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে নিতে পারেন তিনি। তাঁর এই রকম প্ল্যানিং-এর দরুণ তাঁর নিজের এবং তাঁর সহকর্মীদের কারুরই যাতে শ্যুটিং-এ কোনও অসুবিধে না হয় সেই দিকেও নজর রাখছেন কিং খান।
ছেলেকে নিয়ে বাবা শাহরুখ এতটাই ব্যস্ত যে, তাঁর দেহরক্ষীও এখন আরিয়ানের সঙ্গে সঙ্গে থাকছেন। ছেলেকে বিশ্বস্ত মানুষের কাছে রেখে, শাহরুখ এখন নতুন দেহরক্ষীর সন্ধানে রয়েছেন।
আরিয়ান খানের গ্রেফতারি এবং তার মুক্তিতে বিলম্ব – সবেতেই রীতিমতো চটেছিল বলিউড। বাবা হিসেবে শাহরুখের ইমোশন ঠিক কতোটা মূল্য দেয় বলিপাড়া তাই এখন দেখার।