আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’। নিউটাউনের মিরাজ সিনেমাজ এ ভোর ৫ টায় ছিল ছবির প্রথম শো। বৃষ্টি উপেক্ষা করেও ছবিটি দেখতে ৪টে থেকে হলের সামনে দর্শকরা ভিড় করেছিল। কাট ভরে নিউটাউনের মাল্টিপ্লেক্স এ ভিড় ছিল নজরে পড়ার মতন। ভক্তদের হাতে ছিল পোস্টার। সাধারণ মানুষের সঙ্গে সেলিব্রিটিরাও ‘জওয়ান’ দেখতে এসেছিলেন। ধারাবাহিক অভিনেতা তৃনা সাহা অনিল ভট্টাচার্য এদিন সকালেই পৌঁছে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে।
প্রথম শো শেষ হতেই উচ্ছ্বাসে ভেসে গেলেন শাহরুখ ভক্তরা। ‘জওয়ান’ এর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ভক্তদের কথায় ‘জওয়ান’ ঝড়ের সামনে ‘পাঠান’ ও যেন ম্লান। দর্শকদের মতে শাহরুখ এ ছবিতে ঝড়ের গতিতে ব্যাট চালিয়েছেন। সমস্ত রেকর্ড ভেঙে নাকি তিনি চুরমার করে দেবেন। দক্ষিণ ভারত এক পরীক্ষার গিয়ে লাগানো বিশাল শাহরুখ খানের পোস্টারের মাথায় ঢালা হয়েছে লিটার লিটার দুধ। প্রিয় অভিনেতাকে দুগ্ধ স্নান করিয়েছেন ভক্তরা।শাহরুখ খানের ‘জওয়ান’ দক্ষিণ ভারতে থেকে যে সাড়া পেয়েছেন তা চোখে পড়ার মতন। অনেকেরই ধারণা বলিউড ছবি বছরের পর বছর দক্ষিণ ভারতে এভাবে এর আগে সাফল্য পায়নি। ভারতের সর্বত্র একই ছবি।
আজ ভোর থেকে কলকাতা শহর জুড়ে চলেছে ‘জওয়ান’ সেলিব্রেশন। সত্যি কথা বলতে কি বুধবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘জওয়ান’ সেলিব্রেশন পর্ব। ভোর হতেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশানের একটি ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন “তোমাদের অনেক ভালোবাসা। আমি রাত জেগে ছিলাম তোমাদের প্রেক্ষাপটে যেতে দেখব বলে…” সবটাই নজরে রেখেছেন কিং খান। মাঝেমধ্যেই ভক্তদের উদ্দেশ্যে তিনি পোস্ট করছেন নানান বার্তা।
কলকাতার বসুশ্রী সিনেমা হলের সামনেও দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। কোথাও দেখা যাচ্ছে শাহরুখ খানের পোস্টারে মালা পড়াতে কোথাও আবার দেখা যাচ্ছে ঢোল নাগারা নিয়ে ‘জওয়ান’ এর সেলিব্রেশন।
বাঙালির আবেগের সঙ্গে বলিউড বাদশা একাত্ম হয়ে গেছেন। সারুক মানেই অকাল উৎসব। শাহরুখ আর ‘জওয়ান’ জ্বরে ভাসছে তিলোত্তমা। গত শুক্রবার থেকে অগ্রিম বুকিং শুরু হওয়ার পর দারুন সাড়া পাচ্ছেন হল মালিকরা। টিকিটের চাহিদা এতটাই বেশি ছিল যে নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হয়েছে হলগুলি কারণ বাড়াতে হয়েছে শোর সংখ্যা।