মুম্বই : মাত্র চারদিনেই ৫০০ কোটি ক্লাবে জায়গা করে নিল অ্যাটলি কুমার(Atlee Kumar) পরিচালিত জওয়ান(Jawan)।শনিবার পর্যন্ত তিনদিনে প্রায় ৩৮৬ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে শাহরুখের(Shahrukh Khan) অ্যাকশন এন্টারটেইনার ফিল্ম(Action Entertainment Film)।বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে,রবিবার গোটা বিশ্ব জুড়ে জওয়ান-এর বক্স অফিস কালেকশন(Box Office Collection) ১৩৭ কোটি টাকা।চারদিনে সব মিলিয়ে জওয়ান ৫২৩ কোটি টাকা রোজগার করেছে অ্যাটলি-শাহরুখ জুটির জওয়ান।ভারতে তামিল,তেলুগু ও হিন্দি মিলিয়ে ছবির বক্সঅফিস কালেকশন ৩৪৩ কোটি টাকা। ওভারসিজে প্রায় ২২ মিলিয়ন ইউএস ডলারের ব্যবসা করেছে জওয়ান।ভারতীয় মুদ্রায় যে টাকার অঙ্কটা দাঁড়ায় ১৮০ কোটি টাকার মতো।আগামী দিনে বক্সঅফিসের যাবতীয় রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে জওয়ান।আগাম জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
যাবতীয় জল্পনার অন্ত ঘটিয়ে মাত্র চার দিনেই বক্সঅফিস কালেকশনে ৫০০কোটির লক্ষ্য পেরিয়ে গেল জওয়ান।ছবিতে ডবল রোলে শাহরুখ খানের পারফর্মেন্স এককথায় অনবদ্য তো বটেই।দুর্দান্ত নয়নতারা,দীপিকা পাডুকোন,বিজয় সেতুপতি। আলাদা করে নজর কেড়েছেন প্রিয়মণি,সঞ্জিতা ভট্টাচার্য,লেহার খান, সহ আজাদের অন্য গ্যাং মেম্বাররাও। ক্যামিও রোলে রীতিমতো বাজিমাত করে দিয়েছেন সঞ্জুবাবা।জওয়ান-এর চুড়ান্ত বক্সঅফিস সাফল্যের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে সিক্যুয়েল নিয়ে চর্চা।কারণ, জওয়ান ২ তে সুইস ব্যাঙ্কের কালো টাকা উদ্ধারের বরাত দিয়েছেন পুলিশ অফিসার স্পেশাল টাস্ক ফোর্স অফিসার মাধবণ নায়েক।সেই কারণেই আরও একবার নতুন প্রজেক্ট নিয়ে নামবেন ‘জওয়ান’ বিক্রম রাঠৌর এবং তাঁর ছেলে আজাদ।সঙ্গে থাকবেন আজাদের স্ত্রী নর্মদা এবং গোটা লেডি গ্যাং।
বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনেই জওয়ান-এর বক্সঅফিস কালেকশন ছিল প্রায় ১৩০ কোটি টাকা।শুক্রবার একটু হলেও কমেছিল ছবির রোজগার।মুক্তির পর দ্বিতীয় দিনে সবমিলিয়ে ছবির বক্সঅফিস কালেকশন ছিল ২৪০কোটির সামান্য বেশি।যদিও শনিবার বক্স অফিসের যাবতীয় পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে জওয়ান।সবকটি ভাষা মিলিয়ে গোটা বিশ্বজুড়ে ১৪৫কোটি টাকার ব্যবসা করেছিল ছবি।যা যে কোনও ভারতীয় সিনেমার একদিনের সর্বোচ্চ রোজগার হিসেবে বক্সঅফিসে নতুন রেকর্ড গড়েছে।রবিবার এশিয়া কাপে ভারত পারিস্তান ম্যাচ উপেক্ষা করে জওয়ান দেখতে মোটেও ভীড় জমাবেন না নির্মাতারা।এমনটাও মনে করেছিলেন অনেকেই।যদিও মুক্তির পর সব বাধা উড়ে গিয়েছে বাদশাহী ক্যারিশ্মায়।
ফার্স্ট উইকেন্ডে সব শো-য় প্রায় হাউসফুল ছিল।রবিবার ১৩৭কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান।মুক্তির পর প্রথম চারদিনে ভারতে সবকটি ভাষা মিলিয়ে ছবির রোজগার ৩৪৩কোটি টাকা।বিদেশের বহু দেশেও রীতিমতো দাপট দেখাচ্ছে জওয়ান।ওভারসিজে ছবির রোজগার প্রায় ২২মিলিয়ন ইউএস ডলার।সোমবার পঞ্চম দিনেও বক্সঅফিসে অব্যহত রয়েছে পাঠান-এর দাপট।কারণ,সকালের দিকে গুটি কয়েক শো বাদ দিলে সপ্তাহের প্রথম দিনেও ছবির প্রায় সব শো হাউসফুল।আগামী দিনে বক্স অফিসের নতুন কোন রেকর্ড ভাঙে জওয়ান এখন সেটাই দেখার।