মুম্বই: আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরই মুক্তি পতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’(Jawan)। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে সিনেপ্রেমিদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। ছবি মুক্তির আগেই নজির গড়তে চলেছে ‘জওয়ান’। ছবির ফার্স্টলুক থেকে শুরু করে ট্রেলার, সবেতেই ফ্যানেদের উন্মাদনার শেষ নেই। তাই কিছুটা চিন্তায় কিন্তু রয়েছেন রয়েছেন বলিউড বাদশা। তাই ছবি মুক্তির আগে জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে বৈষ্ণো দেবীর মন্দিরে (Vaishno Devi shrine) প্রার্থনা সেরে নিলেন তিনি।
বৈষ্ণদেবীর মন্দিরে প্রণাম জানাতে গত মঙ্গলবার গভীর রাতে সেখানে পৌঁছন শাহরুখ। মঙ্গলবার সন্ধ্যায় বেস ক্যাম্প কাটরা পৌঁছন, তারপর রাত ১১.৪০ নাগাদ নতুন তারাকোট রুট ধরে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে পৌঁছন তিনি। বুধবার সকালে এসআরকে-র বেশ কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, কাটরার মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিচ্ছেন সুপারস্টার।
আরও পড়ুন: Inshallah | Salman Khan | Alia Bhatt | এসএলবির রম-কম ফিল্মে সলমন-আলিয়া জুটি
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’। গল্প নিয়ে খুব বেশি কিছু না জানা গেলেও গান ও প্রিভিউ নিঃসন্দেহে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।