প্রতীক্ষার অবসান। সৃজিত মুখোপাধ্যায়ের বলিউড ভেঞ্চার শুরু হল। শুরু হল ‘সাব্বাস মিতু’-র শ্যুটিং। সোশ্যাল সাইটে ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে শ্যুটিং শুরুর খবর জানালেন সৃজিত। ক্যাপশনে সৃজিতোচিত স্টাইলে ছক্কা হাঁকালেন পরিচালক মশাই- লিখলেন ‘অ্যাওয়ে টেস্ট ম্যাচেস্ আর দ্যাট মাচ মোর চ্যালেঞ্জিং’।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় মিতালি রাজের বায়োপিক ‘সাব্বাস মিতু’। মিতালির চরিত্রে দেখা যাবে এই মুহূর্তে বলিউডের অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী তাপসী পান্নুকে। বহুদিন আগে থেকেই ক্রিকেটের অনুশীলন শুরু করে দিয়েছেন তাপসী। রীতিমতো ঘাম ঝরিয়ে ক্রিকেট প্র্যাকটিস করেছেন তিনি।
আরও পড়ুন : মিতালি সৃজিত সাক্ষাৎ
ছবির পরিচালক বদল হয়েছে আগেই। রাহুল ঢোলাকিয়ার ছেড়ে যাওয়া দায়িত্ব নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘সাব্বাস মিতু’-র পরিচালনার দায়িত্ব পেয়ে প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিলেন সৃজিত। ক্রিকেট তাঁর অন্যতম প্যাশনের এলাকা। বাইশ গজের গল্পে ছ্ক্কা হাঁকানোর সুযোগ মোটেই হাতছাড়া করতে চাননি মুখুজ্যে মশাই।
মহামারির কালে অনলাইনেই বারবার চলেছে ‘সাব্বাস মিতু’ সংক্রান্ত আলোচনা। মিতালি রাজ তাঁর অন্যতম পছন্দের খেলোয়াড়, ছবির শ্যুটিং শুরুর আগে তাঁর সঙ্গেও ভার্চুয়াল আলোচনা সেরেছেন সৃজিত। আলোচনা চলেছে তাপসীর সঙ্গেও।
বড় পর্দায় ক্রিকেটের গল্প , সঙ্গে সৃজিত- তাপসীর পার্টনারশিপ। ‘সাব্বাস মিতু’-র ইনিংস যে মনে রাখার মতো হবে তা কিন্তু এখনই আন্দাজ করতে পারছেন দর্শকরা।
আরও পড়ুন : তাপসীর শ্যুটিং শুরু