১৪ বছর হয়ে গেল মুক্তি পেয়েছিল ‘চক দে ইন্ডিয়া’ ।সদ্যই ছবি নিয়ে নতুন সিক্রেট শেয়ার করলেন বিদ্যা মালভাদে। তাঁর মতে, শাহরুখ খানের মতো অমায়িক এবং দক্ষ অভিনেতা তিনি আর দেখেননি। ‘ চক দে ইন্ডিয়া’- তে পেশাদার খেলোয়াড় এবং অভিনেতা দু ধরণের মানুষই অভিনয় করেছিলেন। তাঁদের সকলের সঙ্গেই সমান ধৈর্য সহকারে কাজ করেছিলেন শাহরুখ।
আরও পড়ুন: জাবড়া ফ্যান প্রিয়মণি
বলিউড বাদশার সঙ্গে কাজ! তাই ছবির অধিকাংশ মহিলা কলাকুশলীরই শাহরুখের প্রতি হাল্কা ক্রাশ ছিলই। সেটে শাহরুখকে তাঁরা ‘পাপা বিয়ার’ বলে ডাকতেন। সেটে সর্বক্ষণ কে কী ভুল করছেন? কে কোনটা ঠিক করলেন? তার খেয়াল রাখতেন শাহরুখ। অভিনয়ের না না রকম ছোটখাটো টোটকা তিনি সকলের সঙ্গে শেয়ার করতেন, এতে অভিনয়ের স্কিল যে বাড়ত তাও স্বীকার করে নিয়েছেন বিদ্যা। শুধু পর্দাতেই মহিলা হকি টিমের কোচ কবীর খান-কে ফুটিয়ে তোলা নয়, শাহরুখ যেন ছিলেন টিম ‘চক দে ইন্ডিয়া’র কোচ।
আরও পড়ুন : শ্যুটিংয়ে কাজলের ‘পার্টি’
বিদ্যা বেশ মনে করতে পারেন, অনেক সময় এমনও হয়েছে একেবারে আনকোরা অভিনেতারা হয়তো বুঝতেই পারছেন না কোথা থেকে আলো আসছে, কোন্ দিকে তাকিয়ে তাঁরা অভিনয় করবেন, সেই সব মুহূর্তেও সাহায্যের হাত বাড়িয়ে দিতেন শাহরুখ। হাতে ধরে অভিনয়ের সব কিছু শেখাতেন সেটের অনেককেই। পর্দায় কবীর খান ঠিক যেমন করে মহিলা হকি টিমের সদস্যদের আগলে রাখতেন, ঠিক তেমন করেই রিয়েল লাইফেও সকলকে আগলে রাখতেন শাহরুখ খান। শ্যুটিং-এর দিনগুলোতে শাহরুখের ব্যবহার, ভালবাসা, যত্নআত্তি মুগ্ধ করেছিল সেটের সবাইকে।