প্রবাদ প্রতিম অভিনেতা দিলীপ কুমারের ৯৯তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে কান্নার ভেঙে পড়েন অভিনেত্রী সায়রা বানু।মুম্বাইতে সুভাষ ঘাই এর অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের জন্মদিন উপলক্ষে।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রয়াত দিলীপ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানু ও অভিনেতা ধর্মেন্দ্র। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা রোমান্টিক ছবির আইডল দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। দিলীপ কুমারের ছবির উন্মোচন করেন অভিনেতা ধর্মেন্দ্র।
এই দিন সাদা পোশাকে হাজির ছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু, তিনি ধর্মেন্দ্র ও সুভাষ ঘাই এর মুখে দিলীপ কুমারের স্মৃতিচারণ শুনে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন। এতো মানুষের ভালোবাসায় কান্নায় ভেঙে পড়েন। প্রসঙ্গত সুভাষ ঘাই এর পরিচালনার ‘সওদাগর ‘ ছবিতে কাজ করেছিলেন দিলীপ কুমার।
বহু প্রতিষ্ঠিত অভিনেতার আইডল ছিলেন প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার । ধর্মেন্দ্র তাঁদের মধ্যেই একজন। অভিনেত্রী সায়রা বানু ইমোশনাল হয়ে পড়লে তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। তবে দিলীপ কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে ধর্মেন্দ্র জানান কীভাবে তিনি দিলীপ জির অভিনয় দ্বারা প্রভাবিত হয়েছিলেন।