টলিউডের নায়িকা সৌরসেনী শহর থেকে অনেক দূরে পাহাড়ি ঝর্ণার মাঝে ঘরে বেড়াচ্ছে, কখনও আবার সরসে ফুলের খেতে পোজ দিয়ে ছবি তুলছেন। খবর নিতে গেল তিনি ঘুরতে বেড়িয়ে পড়েছেন পুরুলিয়ার পাহাড়ে। সেখানেই ঝর্নার জলের মতোই উচ্ছল আনন্দে মেতেছেন। নামার মতে প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দটাই আলাদা।
তিনি আরও জানান,মুম্বইয়ে পরিচালক ভিক্টর মুখোপাধ্যায়ের হিন্দি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেই তিনি ট্রিপে বেড়িয়ে পড়েছেন। এই সিরিজের নাম এখনও বলা যাবেনা তবে তিনি জানান তাঁর সঙ্গেই পর্দায় দেখা যাবে মুম্বইয়ের মিথিলা পলকার ও অমল পরাসরকে।
এই মুহূর্তে বেশকিছু কাজ তাঁর হাতে রয়েছে , তাই কাজের ফাঁকেই নিজের জন্য একটু সময় কাটিয়ে নিচ্ছেন। এরই মধ্যে সৌরসেনী জানালেন, তাঁর অভিনীত ছবি ‘একান্নবর্তী পরিবার’ সিনেমা হলে ২৫ দিন সম্পূর্ণ করলো।
আগামী দিনে বেশকিছু ছবির কথা চলছে, তবে এই ট্রিপ থেকে ফিরেই তিনি আবার মুম্বই যাচ্ছেন কারণ একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করবেন। এই সিরিজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ডিসেম্বরের শেষ সপ্তাহে শ্যুটিংয়ের কাজ শুরু হবে।
এই সিরিজ নিয়ে মুখ খোলা বারণ। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর এটি একটি পিরিয়ড ড্রামা। এবং এই সিরিজে তিনি একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন।টলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সৌরসেনী বলিউড ও টলিউড মিলিয়ে বেশ বৈচিত্রময় চরিত্র করছেন।