মুম্বই : মুক্তি পেল কার্তিক-কিয়ারা(Kartick Aaryan & Kiara Advani) জুটির ছবি সত্যপ্রেম কি কথা(Satyaprem Ki Katha)-র ট্রেলার।ছবিতে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও,সুপ্রিয়া পাঠক এবং রাজপাল যাদব(Ghajraj Rao,Supriya Pathak,Rajpal Yadav)।প্রকাশ্যে আসার পরই সকলের মন জয় করে নিয়েছে সমীর বিদ্বানস(Samir Vidwans) পরিচালিত এই দুর্দান্ত রোম্যান্টিক ছবির ট্রেলার।২৯ জুন সিনেমাহলে মুক্তি পাবে সত্যপ্রেম কি কথা।রবিবারই অভিনেতা কার্তিক আরিয়ান ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনে জানিয়ে ছিলেন সোমবার মুক্তি পাবে রোম্যান্টিক ছবি সত্যপ্রেম কি কথা-র ট্রেলার।অবশেষে সোমবার বেলা বাড়তেই প্রকাশ্যে এল ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।
২০২১ সাল থেকেই বারবার দর্শকমহলে চর্চায় উঠে এসেছে সমীর বিদ্বানসের পরিচালনায় কার্তিক-কিয়ারা জুটির এই প্রেমের ছবি।শুরুতে ছবির নাম রাখা হয়েছিল সত্যনারায়ণ কি কথা।তবে নাম ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় ছবির নাম বদলে দেন অন্যতম প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।ছবির নতুন নামকরণ করা হয় সত্যপ্রেম কি কথা।ছবিতে সত্যপ্রেমের চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান।কিয়ারাকে দেখা যাবে কথার ভূমিকায়। সত্যপ্রেম ও কথার প্রেমকাহানি নিয়েই ছবিটি তৈরি করেছেন পরিচালক সমীর বিদ্বানস।কার্তিক ও কিয়ারা ছাড়াও ছবিতে রয়েছেন গজরাজ রাও,সুপ্রিয়া পাঠক ও রাজপাল যাদব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার এবং রোম্যান্টিক গান নসিব সে।তখনই আমরা জানিয়েছিলাম জুন মাসের প্রথম সপ্তাহেই আসতে চলেছে সত্যপ্রেম কি কথা ছবির ট্রেলার।শেষ পর্যন্ত মুক্তি পেয়ে গিয়েছে ছবির ট্রেলার।শোনা যাচ্ছে,খুব শীঘ্রই সত্যপ্রেম কি কথা-র প্রচারে নেমে পড়বেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানি।কারণ,হাতে আর খুব বেশি সময় নেই।২৯জুন মুক্তি পাবে ছবি।