ওয়েব ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে(Cannes film festival 2025) এ বছরের ক্লাসিকস বিভাগে দেখানো হবে সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘অরণ্যের দিনরাত্রি'(Satyajit Rays Aranyer Din Ratri)। আগামী ১৩ ই মে থেকে শুরু হতে চলেছে এই ঐতিহ্যপূর্ণ চলচ্চিত্র উৎসব।
সত্যজিৎ পুত্র সন্দীপ রায়(Satyajit Ray son Sandip Ray), শর্মিলা ঠাকুর(Sharmila Tagore) এবং সিমি গেরওয়ালকে(Simi Garewal) উৎসবে উপস্থিত থাকার আমন্ত্রণ করা হয়। আমন্ত্রণ জানানো হয়েছে ছবির প্রতি যাক পূর্ণিমা দত্তকেও। সিমি অসুস্থ থাকার জন্য যেতে পারবেন না। তবে শর্মিলা ঠাকুর উপস্থিত থাকবেন। সন্দীপ রায়ও উপস্থিত থাকবেন।
১৯৮৮ সালের প্রকাশিত হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়(Sunil Ganguly) রচিত ‘অরণ্যের দিনরাত্রি’। ঠিক তার দু’বছর পর এই গল্পটি ছবির আকারে পর্দায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। গত ৫ দশকে ছবির পরিচালক সহ অনেক কলা- কুশলী চলে গেছেন না ফেরার দেশে। এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, পাহাড়ি স্যানাল, সিমি গেরওয়াল-এর মত দক্ষ অভিনেতারা।
প্রসঙ্গত, গত বছর কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিটি।