সোশ্যাল মিডিয়ায় জাভেদ আখতারের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতর জীবনের অন্যতম প্রিয় মানুষ গীতিকার জাভেদ আখতার।
জাভেদের সঙ্গে শাশ্বতের পরিচয় বহুদিনের।রবিবার মেঘলা দিনে পুরনো স্মৃতি হাতরে কবি-গীতিকারের সঙ্গে থ্রো ব্যাক ছবি পোস্ট করেছেন অভিনেতা।
ছবির ক্যাপশনে জাভেদের লেখা দুটি লাইন লিখেছেন শাশ্বত। ‘হাওয়া কে ঝোঁকোকে জ্যায়সে আজাদ রেহনা সিখো, তুম এক দরিয়াকে জ্যায়সে লেহরোঁ মেঁ বেহনা শিখো।‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে জাভেদ আখতারের ছেলে ফারহানের গলায় শোনা গিয়েছিল এই পংক্তি।টলিপাড়ার পাশাপাশি বলিউডেও রীতিমত জনপ্রিয় শাশ্বত চট্টোপাধ্যায়।কিছুদিন আগেই তিনি শেষ করেছেন অনুরাগ কাশ্যপ অভিনীত ‘দোবারা’ ছবির শ্যুটিং।