কাপুরদের লেগাসি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলিউডে পা রাখতে চলেছেন আরও এক কাপুর সন্তান।অভিনেতা হিসেবে ডেবিউ করতে চলেছেন শশী কাপুরের নাতি জাহান পৃথ্বীরাজ কাপুর।বলিপাড়ার অন্যতম সেরা পরিচালক হনসল মেহতার পরের ছবিতে কাজ করতে চলেছেন তিনি।জাহানের বলিউড অভিষেকের সুসংবাদটি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দিদি করিনা কাপুর খান।
ছবিতে জাহানের সঙ্গে দেখা যাবে পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালকেও।গতবছরই অভিনয়ের জগতে পা রেখেছেন পরেশপুত্র।জাহান ও আদিত্যকে নিয়ে হনসল মেহতার এই ছবি আদপে একটি অ্যাকশন খ্রিলার বলেই খবর।তবে এখনও ছবির নাম ঠিক করে উঠতে পারেননি পরিচালক। যৌথভাবে ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন অনুভব সিনহা এবং ভূষণ কুমার।ছবির চিত্রনাট্যের প্রয়োজনেই একদম আনকোরা নতুন মুখের প্রয়োজন ছিল।সেই কারণেই জাহানকে ছবিতে কাস্ট করা হয়েছে,ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিংও। এমনটাই জানিয়েছেন প্রযোজক অনুভব সিনহা।