সিনেমা, টেলিভিশনের পাশাপাশি রমরম করে উঠেছে নানা ওটিটি প্ল্যাটফর্ম। নতুন নানা ওটিটি আত্মপ্রকাশ করছে, আর এই সব ওটিটি মাধ্যমের জন্য নানা বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিরিজ, সিনেমা। এমনই একটি আপকামিং ওটিটির মাধ্যমের জন্য তৈরি হচ্ছে নতুন ছবি ‘সর্ষেফুল’, ছবির পোস্টার ও নাম দর্শকদের মনে কৌতুহল সৃষ্টি করছে।
পরিচালক সৌভিক মন্ডল তাঁর প্রথম ছবিতে ম্যাজিক রিয়েলেটির গল্প বলবে। বেকারত্ব সমাজের একটি প্রধান সমস্যা। করোনা পরবর্তি সময়ে এই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে, প্রতিনিয়ত চাকরি না পেয়ে হতাশার অন্ধগলিতে হারিয়ে যাচ্ছে বহু মানুষ। মধ্যবিত্তের উচ্চাকাঙ্খা, স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাক এই নিয়েই গল্প সাজিয়েছেন পরিচালক। চাকরি না পাওয়ার হতাশার পর হঠাৎই একদিন এই ছবির প্রধান চরিত্র , যা স্বপ্নে দেখেন সেটাই সত্যি হতে থাকে, দ্রুত বদলাতে থাকে চারপাশের পরিবেশ, তবে সত্যিই কি গল্পের পরিনতি সুখকর হবে নাকি সবটাই চোখে সর্ষেফুল, খুব শীঘ্রই এই ছবি দেখা যাবে একটি নতুন ওটিটি মাধ্যমে।
আরও পড়ুন:নন্দনের জন্মদিন
এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতি, পৃথা সেনগুপ্ত, মৈত্রেয়ী, রুমকি চট্টোপাধ্যায়, রানা বাসু ঠাকুর প্রমুখ। সোমরাজকে এর আগে দর্শক বিভিন্ন ধারাবহিকে দেখেছে, ওটিটি ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে, পৃথাকে এর আগে ওয়েব সিরিজে দেখা দেছে, আপাতত ছবির ডাবিং এর কাজ চলছে আশা করা যায় পুজোর সময় দেখা যেতে পারে এই সিনেমা ‘সর্ষেফুল ‘।