১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে দুহাজারেরও বেশি নিরস্ত্র মানুষের জমায়েত হয়েছিল। ইংরেজ সরকারের পুলিশ জেনারেল ডায়ারের নেতৃত্বে এক বিশাল সশস্ত্র ইংরেজ বাহিনী হাজির হয় সেখানে। ডায়ারের নির্দেশে মাত্র ১০মিনিটের মধ্যে সেখানে ১৬৫০ রাউন্ড গুলি চালনার ঘটনা ঘটে। এই ঘটনাই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে ইতিহাসে বর্ণিত রয়েছে। ইংরেজের এই হত্যাকাণ্ডের গভীর প্রভাব পড়েছিল উধম সিং-এর জীবনে।
আরও পড়ুন : ওটিটিতে ‘আটরঙ্গী রে’
প্রতিশোধ নিতে ১৯৩১ সালে ভারত ছাড়েন তিনি। ভারত থেকে আফগানিস্তান আর সেখান থেকে ১৯৩৩- ৩৪ সালে সমুদ্রপথে লন্ডনে পৌঁছোন উধম সিং।নিজের জীবন তিনি উৎসর্গ করেছিলেন বিপ্লবের মন্ত্রে। জেনারেল ডায়ারকে হত্যা করাই ছিল উধম সিং-এর উদ্দেশ্য।
ইতিহাসের কুখ্যাত হত্যাকাণ্ড এবং উধম সিং-এর প্রতিশোধ স্পৃহা নিয়েই ছবি তৈরি করছেন পরিচালক সুজিত সরকার। ছবির নাম ‘সর্দার উধম সিং’। সুজিতের ছবিতে নাম ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। ভিকি ছাড়াও আছেন শন স্কট, স্টিভেন হোগান, বানিতা সান্ধু সহ আরও অনেকে। মুক্তি পেয়েছে ‘সর্দার উধম সিং’-এর ট্রেলার।
আরও পড়ুন : জুনে আসছে ‘ময়দান’
বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ‘সর্দার উধম সিং’। ১৬ অক্টোবর শুরু ছবির স্ট্রিমিং।
দেখে নিন ট্রেলার –