কলকাতা: নিজের অভিনয়ের গুণে বলিউডের (Bollywood) প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন সইফ আলি কন্যা সারা আলি খান (Sara Ali Khan)। ঘুরতে যেতে যেমন প্রচন্ড ভালবাসেন সারা, তেমনই সুযোগ পেলেই নানা মন্দিরেও (Temple) দর্শন করতে যান সইফ কন্যা। ছবি মুক্তির আগে, ছবি সাফল্য পেলে, জন্মদিনে ছুটে যান ভগবানের আশীর্বাদ নিতে। কখনও কেদারনাথ, কখনও কাশীর বিশ্বনাথ, আবার কখনও অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে তাঁকে। শেষ তাঁকে দেখা যায় উজ্জয়নের কাল ভৈরব মন্দিরে। তবে এই মন্দির দর্শন নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে। মুসলিমকন্যা কেনই বা মন্দিরে ঢুকছেন! এই প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। তবে এবার ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন সারা আলি খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, “আপনাদের যদি ভাল লাগে, তাহলে ঠিক আছে। আপনাদের ভাল না লাগলে, তাহলেও ঠিক। আমি কোথায় যাব, সেটা একেবারেই আমার ইচ্ছে।” সারার কথায়, তিনি ট্রোলে খুব বেশি পাত্তা দেন না। তার কাছে এগুলি অনেকটা ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো। ততক্ষণ তিনি চুপ করে থাকবেন, যতক্ষণ না এই ট্রোল তাঁর কাজে প্রভাব ফেলছে।
সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ ছবি দিয়ে শুরু হয়েছিল তাঁর সিনেমার জগতে যাত্রা। তাঁর শেষ ছবি ‘জারা হটকে জারা বচকে’র প্রোমোশনের সময় সারাকে দেখতে পাওয়া গিয়েছিল উজ্জয়নের মহাকাল মন্দির, মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরেও। আপাতত তাঁর হাতে রয়েছে অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’-র কাজ। যেখানে তাঁর বিপরীতে থাকবেন আদিত্য রয় কাপুর। উল্লেখ্য, সইফ কন্যা সারাকে এর আগে ‘সিম্বা’, ‘লাভ আজকাল ২’, ‘কুলি নম্বর ১’, ‘গ্যাসলাইট’-এর মতো ছবিতে দেখতে পাওয়া গিয়েছে।