সঞ্জয় লীলা বনশালির ‘বৈজু বাওয়া’র কাস্টিং নিয়ে গণ্ডগোল যেন আর মেটার নয়! ইতিমধ্যেই ছবির প্রধান চরিত্রে রণবীর সিং-কে বেছে নিয়েছেন সঞ্জয়। তবে সঞ্জয়ের অন্যান্য ছবির মতো এই ছবিতে রণবীরের বিপরীতে দীপিকা পাড়ুকোন নেই। রণবীরের সমান পারিশ্রমিকের দাবি না মেটায় প্রোজেক্ট থেকে সরে গেছেন দীপ। ‘বৈজু বাওরা’ ছাড়তে হওয়ায় সঞ্জয় লীলার ওপর খানিক গোঁসাও হয়েছে দীপের! বৈজু ছাড়াও ছবির আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র তানসেন। সেই চরিত্রে অজয় দেবগনকে নিতে মরিয়া সঞ্জয়।
যদিও তানসেনের চরিত্রে অভিনয় করতে এখনও রাজি হননি অজয় দেবগন। অজয় আসলে বৈজুর চরিত্রটিতেই অভিনয় করতে চেয়েছিলেন। তবে চরিত্রটি আগে থেকেই রণবীরের জন্য তুলে রেখেছিলেন সঞ্জয়। কাজেই সেখানে অজয়ের এন্ট্রির সম্ভাবনা খারিজ হয়ে গেছে অনেক আগেই। তানসেন চরিত্রটি সম্পর্কে সঞ্জয় লীলার দাবি, চরিত্রটি বৈজু বাওরার থেকে কিছু কম গুরুত্বপূর্ণ নয়, যদিও অজয় মনে করছেন বৈজুর চরিত্রের গুরুত্ব তানসেনের থেকে অনেকটাই বেশি। কাজেই বৈজু বাওরার তানসেনকে নিয়ে সঞ্জয়- অজয় দড়ি টানাটানি চলছেই!
সঞ্জয়ের ‘বৈজু বাওরা’য় বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে সঞ্জয়ের সঙ্গে কাজ করে আলিয়া এতটাই আপ্লুত যে ‘বৈজু বাওরা’য় কোনও পারিশ্রমিক না নিয়েই কাজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবির চিত্রনাট্য পড়াও শেষ করে ফেলেছেন আলিয়া। ওয়াকিবহাল মহল মনে করছে, রণবীর- দীপিকা, মিঞা- বিবি জুটি সঞ্জয়ের ওপর যতই গোঁসা করুন না কেন, আলিয়া আর রণবীরকেই ‘বৈজু বাওরা’র জন্য ফাইনাল করেই ফেলেছেন সঞ্জয় লীলা। এবার খোঁজ তানসেনের। অজয় রাজি হলেই ‘বৈজু বাওরা’র ষোল কলা পূর্ণ হবে!