মুম্বই : পরিচালক রাজ শান্ডিল্যর(Raaj Shaandilyaa) সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের মুন্না ভাই(Munna Bhai)।টিনসেল টাউনে জোর গুঞ্জন,ড্রিম গার্ল ২(Dream Girl 2)-র পর নতুন কমেডি ফিল্ম(Comedy Film) তৈরি করতে চলেছেন পরিচালক রাজ শান্ডিল্য।ছবিতে মুখ্যভূমিকায় থাকছেন অপারশক্তি খুরানা(Aparshakti Khurana)।একটি মজাদার চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকেও।শোনা যাচ্ছে,ছবিতে সঞ্জুবাবা নাকি একজন পরকীয়া বিশেষজ্ঞের।যে চরিত্রটি এই কমেডি ফিল্মের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। অপারশক্তি খুরানা ও সঞ্জয় দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করবেন বলিউডের একঝাঁক তারকা।অনীশ বাজমি পরিচালিত নো এন্ট্রি-র সঙ্গে নাকি ছবির গল্পের বেশ কিছুটা মিল আছে।তবে রাজ শান্ডিল্যের নতুন ছবির গল্পে নাকি থাকে প্রচুর ট্যুইস্ট। ২০২৪ সালের প্রথম দিকেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।
করোনা কালের পর থেকেই একের পর এক ছবিতে ভিলেনের চরিত্রে নজর কাড়ছেন বলিউডের খলনায়ক সঞ্জয় দত্ত।কেজিএফ ২-র ভিলেন আধিরা হোক বা সামশেরা-র শুদ্ধ সিং। বিগত কয়েক বছরে বলিউড থেকে দক্ষিণী ছবিতে চুটিয়ে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন মুন্নাভাই।আগামী দিনেও লোকেশ কঙ্গরাজ পরিচালিত লিও ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে সঞ্জুকে।তেলুগু ফিল্ম ডবল ইস্মার্ট ছবির খলনায়কও তিনি।একটানা ভিলেনের চরিত্রে অভিনয় করে ক্লান্ত সঞ্জয় দত্ত।এবার কমেডি ফিল্মে অভিনয় করতে চান তিনি।কিছুদিন আগেই জানা গিয়েছিল অক্ষয় কুমার অভিনীত ওয়েলকাম ৩ তে সার্কিট আরশাদ ওয়ার্সিকে নিয়ে হাজির হবেন মুন্নাভাই।পাশাপাশি পরিচালক রাজ শান্ডিল্যের নতুন কমেডি ফিল্মেও লিড রোলে থাকছেন তিনি।
আয়ুষ্মান খুরানার পর এবার অভিনেতার ভাই অপারশক্তি খুরানাকে নিয়ে নতুন ছবি তৈরি করবেন পরিচালক।ছবিতে ক্যাসানোভার ভূমিকায় নজর কাড়তে চলেছেন সঞ্জুবাবা।অভিনেতার চরিত্রটি নাকি এমন একজন মানুষের যিনি সকলকে পরকীয়া নিয়ে পরামর্শ দেন।বিশেষ সূত্রে জানা যাচ্ছে,রাজ শান্ডিল্যর নতুন ছবির কাহিনির সঙ্গে নাকি ২০০৫সালে মুক্তি পাওয়া অনীশ বাজমির ছবি নো এন্ট্রি-র বেশ খানিকটা মিল রয়েছে।তবে ছবির গল্পে কমেডি ও ট্যুইস্টের কোনও অভাব থাকবে না বলেই দাবি নির্মাতাদের।অপারশক্তি খুরানা ও সঞ্জয় দত্ত ছাড়াও আরও বহু বলিতারকা ছবিতে অভিনয় করবেন বলেই জানা যাচ্ছে।ছবির কাস্টিং নিয়েই কাজ চলছে।কিছুদিনের মধ্যেই আসতে চলেছে রাজ শান্ডিল্যর আগামী ছবি নিয়ে একঝাঁক আপডেট।