মহাত্মা গান্ধির ১৫২তম জন্মদিনে নতুন ছবি ‘গডসে’- র ঘোষণা করলেন মহেশ মঞ্জরেকর। সন্দীপ সিং এবং রাজ শাণ্ডিল্যের যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘গডসে’।
মহাত্মা গান্ধির হত্যার নেপথ্যে একজনের নাম সবথেকে প্রথমে উঠে আসে, তিনি নাথুরাম গডসে। বর্তমান সময় ছবির ঘোষণার জন্য একেবারে আদর্শ। নতুন ছবির অ্যানাউন্সমেন্টের পাশাপাশি ছবির টিজার পোস্টারও সামনে এসেছে।
‘গডসে’ প্রসঙ্গে প্রযোজক সন্দীপ সিং বলছেন, জীবনের প্রথম ছবি থেকেই ‘গডসে’-র গল্প বলতে চেয়েছেন তিনি। গডসে এবং গান্ধিজি সম্পর্কে বহু রকম জল্পনা রয়েছে। তবে আজকের প্রজন্মের ‘গডসে’-র কথা জানা উচিত। তাই এমন একটা গল্পের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন সন্দীপ ।
আরও পড়ুন : মাদক সেবনের অভিযোগে গ্রেফতার শাহরুখ পুত্র
নাথুরাম গডসে-কে নিয়ে বরাবরই কৌতূহল রয়েছে রাজ শাণ্ডিল্যের মনে। গত দু বছর ধরে রীতিমতো পড়াশোনা চালিয়েছেন তিনি। এবার ‘গডসে’-র জন্য সন্দীপ সিং আর মহেশ মঞ্জরেকরের সঙ্গে যুক্ত পেরে খুশি রাজ।
ছবি প্রসঙ্গে পরিচালক মহেশ মঞ্জরেকর বলছেন, ‘গডসে’ সম্পর্কে অনেকেই অনেক রকম কথা বলেন। তবে তাঁর ছবিতে তিনি না দেখাবেন দেশপ্রেম না কারুর বিরুদ্ধে কথা বলবেন। দর্শকের সিদ্ধান্তের ওপরই সবটা ছাড়বেন তিনি।
২০২২-এর দ্বিতীয়ার্ধে ‘গডসে’-র শ্যুটিং শুরু হবে। আপাতত জোর কদমে চলছে স্ক্রিপ্টিং-এর কাজ। তারপরই ছবির কাস্টিং নিয়ে ভাবনাচিন্তা শুরু করবে টিম ‘গডসে’।
আরও পড়ুন : কার্তিকের ‘শেহজাদা’ শুরু