কলকাতা : নন্দিনী ও সম্পূর্ণার লড়াইয়ের গল্প নিয়ে জনপ্রিয় বাংলা ওটিটিতে আসছে সম্পূর্ণা সিজন ২(Sampurna Season 2)। মুখ্যভূমিকায় রয়েছেন সোহিনী সরকার(Sohini Sarkar) ও রাজনন্দিনী পাল(Rajnandini Paul)।পাশাপাশি অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল(Anubhab Kanjilal),লাবণী সরকার(Labani Sarkar),প্রান্তিক বন্দ্যোপাধ্যায়(Prantik Banerjee) ছাড়াও আরও অনেকেই।প্রথম সিজনের মতো সম্পূর্ণা সিজন ২-র পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল(Sayantan Ghoshal)।২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন সিজনের স্ট্রিমিং। গত বছর জুলাইতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ সম্পূর্ণা।অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসে নন্দিনী। যে চরিত্রে সিরিজে অভিনয় করছেন রাজনন্দিনী পাল।শ্বশুরবাড়িতে নন্দিনীর সঙ্গী হয় একমাত্র জা সম্পূর্ণা।বিয়ের পর ফুলসজ্জার রাতেই নন্দিনীর স্বপ্নভঙ্গ হয়।প্রায় প্রতি রাতেই স্বামীর যৌন অত্যাচারের শিকার হতে হয় তাঁকে। জা নন্দিনী ও শ্বশুরবাড়িতে সেকথা জানায় নন্দিনী। যদিও নন্দিনীর স্বামী রুকু পরিবারের সকলের সামনে নন্দিনীর সব অভিযোগ অস্বীকার করে।এদিকে প্রতিনিয়তই বেড়ে চলে অকথ্য অত্যাচার।এমনকি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।
নন্দিনীর কঠিন পরিস্থিতি দেখে পুলিশের দ্বারস্থ হয় সম্পূর্ণা।পুলিশ জানায়,ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী ম্যারিটাল রেপ কোনওভাবেই রেপ নয়।নন্দিনীর পাশে দাঁড়ানোর জন্য গোটা পরিবার সম্পূর্ণাকে ভুল বোঝে।শেষ পর্যন্ত নন্দিনীকে নিয়ে আইনের দ্বারস্থ হয় সে।এখানেই শেষ হয়েছিল সম্পূর্ণা সিজন ১-এর গল্প।দুই নারীর লড়াইয়ের গল্প নিয়েই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সিরিজের দ্বিতীয় সিজন।যার পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।সিরিজে রাজনন্দিনী পাল ও সোহিনী সরকার ছাড়াও অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল,লাবণী সরকার,প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।সদ্যই ওটিটির তরফে জানানো হয়েছে ২৯সেপ্টেম্বর শুরু হতে চলেছে সম্পূর্ণা সিজন ২-র স্ট্রিমিং।খুব শীঘ্রই মুক্তি পাবে সিরিজের ট্রেলার।