সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বব বিশ্বাস’-এর ট্রেলার। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের বব বিশ্বাস-এর চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। ট্রেলারেই মোটামুটি বোঝা গেছে ছবির কাস্টিং। অভিষেকের স্ত্রী-র চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ট্রেলারে দেখা মিলেছে বব বিশ্বাসের মেয়েরও। বব আর তাঁর স্ত্রী মেরির সন্তান মিনি বিশ্বাসেরও দেখা মিলেছে ট্রেলারে। যদিও ট্রেলার দেখে কেউই বলতে পারেননি ববের মেয়ের চরিত্রে কে অভিনয় করছেন ?
‘বব বিশ্বাস’-এ ববের মেয়ের চরিত্রে দেখা যাবে সামারা তিজোরিকে। সামারা, নব্বইয়ের দশকের অভিনেতা দীপক তিজোরির মেয়ে। ‘আশিকি’, ‘খিলাড়ি’, ‘যো জিতা ওহি সিকান্দর’, ‘কভি হাঁ- কভি না’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন দীপক। সেই দীপকেরই মেয়ে সামারা। ২০১৮সালের এক ইন্টারভিউতে দীপক জানিয়েছিলেন গ্র্যাজুয়েশন শেষ করার পর সামারা অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন।
ক্যামেরার সামনে আসার আগে সামারা অবশ্য কিছু দিন সহকারী পরিচালকের কাজও করেছেন। ‘ঢিশুম’, ‘ভূত- পার্ট ওয়ান দ্য হন্টেড শিপ’-এর মতো ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন সামারা। ‘বব বিশ্বাস’-ই তাঁর ডেবিউ ছবি।এর আগে ‘গ্র্যান্ড প্ল্যান’ নামে একটি ছোট ছবিতে কাজ করেছেন দীপকের মেয়ে।
সামারার সোশ্যাল মিডিয়া পেজ কিন্তু বলছে, তিনি দিব্যি ভাল নাচেন! যদিও ‘বব বিশ্বাস’-এ তাঁর কোনও ড্যান্স সিকোয়েন্স নেই। ভবিষ্যতে কোনও না কোনও ছবিতে সামারার ড্যান্স হয়তো দেখা যাবে!