দক্ষিণের বিগ বাজেটের ছবি ‘পুষ্পা’র পরিচালক সুকুমার ইতিমধ্যে যোগাযোগ করেছেন দক্ষিণী সুন্দরী অভিনেত্রী সামান্থা প্রভুর সঙ্গে। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ‘পুষ্পা’ ছবিটিতে একটি আইটেম গানের জন্য আবেদনময়ী কোন নায়িকাকে খুঁজছেন ছবির নায়ক আল্লু অর্জুন ও সুকুমার। প্রসঙ্গত এর আগে সুকুমার পরিচালিত বেশ কিছু ছবিতে আইটেম গানে সামান্হা,পূজা হেগড়েদের মতন অভিনেত্রীকে দেখা গেছে।এবার একশন ড্রামা ঘরানার এই নতুন ছবিতেও নাখি আইটেম গানে নাচবেন সামান্থা। দক্ষিণের একটি বিনোদনমূলক সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুন এর বিপরীতে এ ছবিতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। করণা সংকটের পর এ মাসের ১০ তারিখ থেকে গোদাবরী জেলার এক বনাঞ্চলে ছবিটির শুটিং শুরু হয়েছে। জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ৩৫ কোটি রুপি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা।