সার্বিয়া : সিটাডেল(Citadel)-এ সামান্থার(Samantha Ruth Prabhu) মেয়ের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস(Priyanka Chopra Jonas) ওরফে নাদিয়াকে(Nadia)।কি হল,শুনে চমকে উঠলেন তো? আসলে যেমনটা ভাবছেন বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়।সদ্যই ওটিটিতে এসেছে রুশো ব্রাদার্স(Russo Brothers) পরিচালিত আমেরিকান ওয়েব সিরিজ সিটাডেল।যে সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং ব্রিটিশ তারকা রিচার্ড ম্যাডান(Richard Madden)।আমেরিকান সিরিজের গল্প নিয়ে ভারতেও তৈরি হচ্ছে সিটাডেল।রাজ ও ডিকের(Raj & Dk) পরিচালনায় সিরিজে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। তাই স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে ভারতীয় সিটাডেল-এ রিচার্ড ম্যাডান অভিনীত চরিত্রটিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান।এবং সামান্থা রয়েছেন প্রিয়াঙ্কার নাদিয়া চরিত্রে।যদিও কলাকুশলীরা জানাচ্ছেন,রাজ ও ডিকের সিটাডেল-এ প্রিয়াঙ্কার নাদিয়া চরিত্রে দেখা যাবে না সামান্থাকে।বরং,তার মায়ের ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী।
সূত্রের খবর,আমেরিকান এবং ভারতীয় সিটাডেল-এর গল্প মোটামুটি একইরকম হলেও দুটি সিরিজের সময়কালে রয়েছে বিস্তর ফারাক।ভারতীয় সিটাডেল-এও থাকছে নাদিয়া চরিত্রটি।তবে সিরিজে নেহাতই ছোট বয়সের একটি মেয়েকে দেখতে পাবেন দর্শক। সার্বিয়ায় বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুকে নিয়ে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছেন ডিরেক্টর ড্যুও রাজ অ্যান্ড ডিকে।এরপর সাউথ আফ্রিকাতেও চলবে সিটাডেল-এর শ্যুটিং।কয়েকমাসের মধ্যেই নাকি সিরিজের শ্যুটিং পর্ব শেষ হবে।আগামী বছর ওটিটিতে আসবে বরুণ সামান্থার সিটাডেল।