যদিও ‘ভাইজান’ এর বোন অর্পিতা খান বলেছেন যে ক্যাটরিনার পক্ষ থেকে তাঁদের কাছে বিয়ের কোন আমন্ত্রণ আসেনি। তাতে তলে তলে ক্যাটরিনার বিয়েতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পিছপা হন নি সলমন। শোনা যাচ্ছে ক্যাটরিনার বিয়েতে সলমনের বডিগার্ড শেরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নেটিজেনরা বলছেন, পুরনো প্রেমিক হিসেবে ক্যাটরিনার বিয়েতে বন্ধুর দায়িত্ব পালন করলেন। পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। তাদের জমকালো বিয়ে নিয়ে এখন আলোচনার তুঙ্গে। আগামী ৯ ডিসেম্বর ক্যাটরিনা ভিকির চার হাত এক হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, রাজস্থানে বিয়ের সামাজিক অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ক্যাটরিনার প্রাক্তন সলমন খান তাঁর বিয়ের প্রস্তুতিতে এভাবেই সহযোগিতা করছেন। সলমনের এই দেহরক্ষী শেরা, তার নিজস্ব নিরাপত্তা সংস্থা যেটির নাম ‘টাইগার সিকিউরিটি’। বিবাহ স্থল সিক্স সেন্স ফোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকবে সেরার এই সিকিউরিটি এজেন্সি। বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের বহু নামজাদা সেলিব্রেটি এবং ভিআইপি। ফলে নিরাপত্তা ব্যবস্থায় রাখা হচ্ছে বেশ কড়াকড়ি। আজ সোমবার ভিকি ক্যাটরিনার জয়পুরে পৌঁছানোর কথা। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তারা যাবেন বিবাহ স্থলে। ক্যাটরিনা কিংবা ভিকি কেউই এই বিয়ের ব্যাপারে এখনও প্রকাশ্যে কিছু জানাননি। খুব স্বাভাবিক কারণেই বোঝা যাচ্ছে ক্যাটরিনা কিংবা রিকি সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর কিংবা ছবি প্রকাশিত হোক তা তারা চাইছেন না। সেজন্যই আমন্ত্রিতদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুরোটাই দেখবেন নিরাপত্তায় থাকা কর্মীরা।