অর্থকষ্টে ভুগছেন বর্ষিয়ান বলিউড অভিনেত্রী সুনীতা শিরোলে। সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ -এ অভিনয় করেছিলেন তিনি। তাঁকে দেখা গিয়েছিল, ‘লুকাছুপি’, ‘মেড ইন চায়না’ সহ বহু বলিউড ছবিতে । মহামারির কালে কাজ নেই বর্ষিয়ান অভিনেত্রীর। অবস্থা এতটাই সঙ্গীন যে বাড়িভাড়ার টাকাটুকুও দিতে পারেননি সুনীতা। আপাতত কিছু দিনের জন্য অভিনেত্রী নুপূর অলংকারের বাড়িতে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ছোট চরিত্রেও আপত্তি নেই বাণীর
সুনীতার পা ভেঙে গিয়েছিল বেশ কিছু দিন আগে। পা ভাঙা ছাড়াও আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসা করতে গিয়েই গচ্ছিত টাকা খরচ হয়ে গেছে তাঁর। মহামারীর কালে জীবনধারণ করতেও অনেকটা খরচ হয়েছে সুনীতার। এই সময়টাতে দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। কিডনির সমস্যা, হাঁটুর যন্ত্রণা সহ আরও কিছু সমস্যা ছিল তাঁর। এখনও বাঁ পা মুড়তে পারছেন না সুনীতা।
সুনীতা আর তাঁর স্বামীর ব্যবসা ছিল। তবে আগুনে পুড়ে তাদের ব্যবসার ভয়ানক ক্ষতি হয়। ২০০৩সালে প্রয়াত হন সুনীতার স্বামী। তারপর থেকেই আর্থিক কষ্ট আরও বাড়ে তাঁর।
সোশ্যাল সাইটে নিজের আর্থিক ও শারীরিক সমস্যার কথা জানিয়ে সাহায্য প্রার্থনা করেছেন ৮৫বছরের অভিনেত্রী। তবে শুধুই আর্থিক সাহায্য চান না তিনি। অভিনয়েও ফিরতে চান অভিনেত্রী। যতদিন না তাঁর পায়ের অবস্থা ঠিকঠাক হচ্ছে ততদিন আর্থিক সাহায্য পেলে ভাল হয় বলেই মনে করছেন তিনি।
বর্ষিয়ান অভিনেতা- অভিনেত্রীরা অর্থকষ্টে ভুগছেন আর বলিউডের নতুন প্রজন্ম তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে না এমন দৃষ্টান্ত নেই। সুনীতা শিরোলের দিকে কারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাই এখন দেখার।
আরও পড়ুন: ফের বিগ বি-বালকি জুটি