শুরু হয়েছে টোকিও অলিম্পিক। প্রতিযোগিতা জমে ওঠার আগেই সোশ্যাল সাইটে অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের শুভেচ্ছা জানালেন সলমন খান। নিজের ইনস্টা হ্যান্ডেলে প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন সলমন। শেয়ার করে নিয়েছেন ভিকট্রি পাঞ্চও।
অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের জন্য ক্যাম্পেনিং শুরু করেছে ভারত। সোশ্যাল সাইটে ক্যাম্পেনিং-এর অংশ হিসেবে হ্যাশট্যাগ হামারা ভিকট্রি পাঞ্চ ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ডেই অংশ নিলেন ভাইজান। সোশ্যাল সাইটে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সলমনের ভিকট্রি পাঞ্চ এবং শুভেচ্ছা বার্তা।
কাজের জগতে ‘কভি ইদ কভি দিওয়ালি’, ‘কিক’-এর সিকুয়েল, ‘টাইগার থ্রি’ সহ একাধিক ছবি রয়েছে ভাইজানের হাতে। রয়েছে শাহরুখের ছবি ‘পাঠান’-এর ক্যামিও রোলও। খুব শিগগিরই ছোট পর্দায় ‘বিগবস ১৫’ নিয়েও ফিরবেন ভাইজান।