ওয়েব ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)-এর নাম শুনলেই মাথায় আসে বিগ বি- এর কথা। বহু বছর ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অমিতাভ বচ্চন (বিগ বি) (Amitabh bacchan)। তাঁর অসাধারণ প্রশ্নবানের দক্ষতায় মুগ্ধ ভারতের লক্ষ লক্ষ দর্শক। তবে এবার এক নতুন খবর ভেসে আসছে বলিউডের(Bollywood) অন্দরে। শোনা যাচ্ছে, এবার নাকি এই শো-এর সঞ্চালনার (Hosting) দায়িত্বে আর থাকবেন না অমিতাভ বচ্চন! তাঁর বদলে দেখা যাবে বলিউডের অন্য এক জনপ্রিয় তারকাকে। ভাবছেন তো কার কথা বলছি? বলছি দর্শকদের প্রিয় ভাইজানের কথা। হ্যাঁ, বজরাঙ্গি ভাইজানের সলমন খানকে (Salman Khan) এই রিয়্যালিটি শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। আপাতত এমনই জল্পনা ঘোরাফেরা করছে হিন্দি ছবির জগতে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে তাঁরা কেউ কিছু জানাননি।
কিন্তু এমন খবর ছড়িয়ে পড়তেই বেশ আনন্দিত ভাইজানের অনুরাগীরা (Followers)। বহু বছর ধরেই বিগ বসের (Big Boss) প্রধান মুখ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন সলমন (Salman khan)। তাঁর খোলামেলা সঞ্চালনা দর্শকদেরকে আরও আগ্রহী করে তোলে। বিগ বসের প্রতিযোগীদের প্রতি মুহূর্তের উত্তেজনার দৃশ্য থেকে যেন চোখ সরাতে পারেন না দর্শকরা। তবে এবার তাঁর অনুরাগীদের একাংশ ভাইজানকে বিগ বসের বদলে, কৌন বনেগা ক্রোড়পতি-এর সঞ্চালকের (Hosting) ভূমিকায় দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা সলমনকে এক নতুন ভূমিকায় দেখতে চান।
আরও পড়ুন: এবার রূপোলি পর্দায় রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় কে!
প্রসঙ্গত, ২০০০ সালে নামকরা রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর প্রথম পথচলা শুরু হয়। যার প্রথম সিজন থেকেই সঞ্চালকের আসনে জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন। যদিও মাঝে একবার ছন্দপতন ঘটেছিল। যেখানে একটি সিজনে সঞ্চালকের দায়িত্ব সামলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে সেই সিজন দর্শকদের মনোরঞ্জন না দিতে পারায়, আবারও নিজের আসনে নবরুপে ফেরেন বিগ বি। ব্যস, তারপর থেকে একের পর এক হিট সিজন তিনি উপহার দিয়েছেন দর্শকদের। বিগবি ছাড়া যেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর সঞ্চালক আসন অসম্পূর্ণ। তবে এই মুহূর্তে যে গুঞ্জন ঘোরাফেরা করছে তা যদি সত্যি হয়, তাহলে আরও এক নামকরা শো-এর মুখ্য ভূমিকায় দেখা যাবে সলমনকে। তবে বিগবি ছাড়া যে শো অসম্পূর্ণ, তাঁর অনুপস্থিতিতে এই শো কতটা মন ভরাতে পারবে দর্শকদের তাই এখন সবথেকে বড় প্রশ্ন।
দেখুন অন্য খবর